চলন্ত ট্রেনে স্টান্ট, হাত-পা হারালেন তরুণ
চলন্ত ট্রেনের সঙ্গে স্কেটিংয়ের স্টান্ট করে ভাইরাল হয়েছিলেন ভারতের মুম্বাইয়ের এক তরুণ। একই পন্থায় দ্বিতীয়বার স্টান্ট করতে গিয়েই বেঁধেছে বিপত্তি। জানা গেছে, স্টান্ট করতে গিয়ে একটি হাত ও পা হারাতে হয়েছে তাকে। ফারহাত আজাম শেখ নামে ওই তরুণের ভিডিওটি গত ১৪ জুলাই ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক নেটিজেন সেটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘মুম্বাই লোকালে যে বোকা ছেলেরা এ ধরনের স্টান্ট করে, তারা ঠিক ট্রেনের ভেতরে নর্তকীদের মতো। এদের জেলে থাকা উচিত।’ পোস্টটিতে রেল কর্তৃপক্ষকে ট্যাগ করা হয়। সেই কারণে ঘটনাটি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নজর পড়ে।
বিজ্ঞাপন
তারপর ওই পোস্টের প্রতিক্রিয়া জানায় ডিআরএম মুম্বই সিআরের অফিসিয়াল হ্যান্ডেল। সেখান থেকে কমেন্ট করা হয়, ‘এ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আরপিএফ পোস্ট ভিডিএলআরকে ভিডিওতে দেখানো এই ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা বাকি যাত্রীদের এ ধরনের বিপজ্জনক কাজ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’
— Matters™ (@mumbaimatterz) July 14, 2024
তারপর ওয়াদালার আরপিএফ ইউনিট থেকে মামলা নথিভুক্ত করা হয়। আরপিএফ কর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। অফিসারদের হাতে এ তথ্য আসে, স্টান্ট করার সময় ওই তরুণ তার একটি হাত ও পা হারিয়েছেন। পরে অফিসাররা ফারহাতের বাড়ির ঠিকানা বের করে সেখানে যান।
বিজ্ঞাপন
ফারহাত অফিসারদের বলেন, ভিডিওটি সেউডি স্টেশনে ধারণ করা হয়েছিল গত ৭ মার্চ। কিন্তু নেটিজেনদের নজর কাড়ার জন্য সেটি ১৪ জুলাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
ঘটনাটি জনসমক্ষে আসার পর সেন্ট্রাল রেলওয়ে এ ধরনের বিপজ্জনক স্টান্ট করার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে।
এসএসএইচ