ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১ বাংলাদেশি আটক
সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় প্রায় এক ডজন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা বাঁচতে ভারতে প্রবেশের চেষ্টার সময় আটক হয়েছেন তারা। সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিএসএফ বলেছে, ভারতে প্রবেশের অনুমতি চেয়ে আরও শত শত বাংলাদেশি নাগরিক সীমান্তে অপেক্ষা করছেন। ভারতীয় সীমান্তরক্ষী এই বাহিনী বলেছে, সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে অনুপ্রবেশের চেষ্টার সময় রোববার থেকে এখন পর্যন্ত ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বিএসএফের উপ-মহাপরিদর্শক অমিত কুমার ত্যাগী এএফপিকে বলেছেন, ‘‘এখনও সীমান্ত পার হওয়ার জন্য কয়েকশ বাংলাদেশি নাগরিক নো-ম্যানস ল্যান্ডে অপেক্ষা করছেন।’’
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 12, 2024
এদিকে, সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত ব্শ্বিশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গতকাল রাত দেড়টার দিকে মতিউর শেখ, মুশিয়ার মোল্লা, তানিয়া মোল্লা এবং রীতা মোল্লা নামে চার বাংলাদেশি নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তবে পুলিশ কার্যকরভাবে জিরো পয়েন্টে হস্তক্ষেপ করে এবং তাৎক্ষণিকভাবে ভারতে তাদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের সাথে ভারতের ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে; যার বেশিরভাগ অংশই অরক্ষিত। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে হিন্দুরা সংখ্যায় বৃহৎ। শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতি তাদের অবিচল সমর্থন রয়েছে বলে ধারণা করা হয়।
১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ও প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের কিছু বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
এসএস