শনিবার স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী।

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ প্রাণঘাতী বিমান, ক্ষেপণাস্ত্র আর ট্যাংক হামলা বন্ধের দাবি ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন শহরে বেশ বড় বড় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু স্থানে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ।

বিক্ষোভকারীরা ‌‘ফিলিস্তিনকে মুক্ত করো’ নামাঙ্কিত পতাকা নিয়ে ‘ইন্তিফাদা বা গণজাগরণ দীর্ঘজীবী হোক’ বলে এ সময় স্লোগান দেয় তারা। বেশিরভাগ মানুষকে এ সময় ‘ফিলিস্তিনের সাথে সংহতি’ ছাড়াও নানান প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৮ শিশুসহ আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোরের ঠিক আগে গাজা শহরের কেন্দ্রে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা করে ইসরায়েল। এ নিয়ে টানা সপ্তম দিন ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা এখন বিধ্বস্ত।

কাতারের দোহায় অবস্থিত ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে হাজার হাজার মানুষ পতাকা তুলে ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য জড়ো হয়েছিল।

জার্মান শহর স্টুটগার্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল।

বাগদাদে ইরাকি বিক্ষোভকারীরা ভয়াবহ হামলার শিকার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিক্ষোভ করছে। এ সময় তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হাজার হাজার অ্যাক্টিভিস্ট ইসরায়েলের বর্বর হামলার দিনে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করছে।

দক্ষিণ আফ্রিকানরা রাজধানী কেপটাউনে অবস্থিত পার্লামেন্টের বাইরে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে নারীরা স্লোগান দিচ্ছেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি প্রতিবাদে বিক্ষোভে ফিলিস্তিন সমর্থকরা।

লেবানন-ইসরায়েল সীমান্তের নিকটবর্তী গ্রামে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে লেবাননের মানুষের বিক্ষোভ মিছিল। 

ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ।

এএস