করোনায় ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও দেশটিতে চিকিৎসা অঙ্গনে পরিচিত মুখ কে কে আগরওয়ালের মৃত্যু হয়েছে। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী-তে ভূষিত এ চিকিৎসক দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) গত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

মঙ্গলবার (১৮ মে) সকালে কে কে আগরওয়ালের পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘ সময় করোনার সঙ্গে যুদ্ধ করার পর সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৬২ বছর বয়সী ডা. আগরওয়াল।

ডা. আগরওয়ালের টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি চিকিৎসক হওয়ার পর থেকেই জনজীবনের কল্যাণে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তার জীবন উৎসর্গ করেছেন। এমনকি করোনা মহামারি চলাকালীন সময়ে তিনি জনসাধারণকে শিক্ষিত করার জন্য অবিরাম চেষ্টা করেছিলেন। তিনি অসংখ্য ভিডিও এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ১০০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন এবং অসংখ্য জীবন বাঁচিয়েছিলেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আগরওয়াল ভারতের হার্ট কেয়ার ফাউন্ডেশনেরও প্রধান ছিলেন। ২০১০ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

গত বছর ভারতে মহামারি ছড়িয়ে পড়ার পর তিনি করোনাভাইরাসের বিভিন্ন দিক নিয়ে সোচ্চার ছিলেন এবং জনসচেতনতা বাড়াতে বেশ কয়েকটি ভিডিও ও বিবৃতি দিয়েছিলেন।

জেডএস