ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টায় এ ভূমিকম্প আঘাত হানে।  

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।  ইএমএসসি একটি টুইট করে এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে। 

নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান সিসমোলজিস্ট ড. লোক বিজয় অধিকারী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল লামজুয় জেলার ভুলভুলে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮।  

২০১৫ সালে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প নেপালের রাজধানীসহ পুরো কাঠমান্ডু উপত্যকাকে তছনছ করে দিয়েছিল। 

আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।    

এনএফ