ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া  ৫ হাজার পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার সোলাং নালায় ঘটেছে এই ঘটনা।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর বেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলং নালা এলাকার মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায় প্রায় ১ হাজার গাড়ি ও বেশ কয়েকটি বাস। মূলত অতিরক্ত ঠান্ডার কারণেই এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।”

“ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেসব গাড়ি-বাস থেকে ৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে হিমাচলের বিভিন্ন অংশে। এর মধ্যে রাজধানী সিমলাসহ ৬ জেলায় ভারি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ জেলাগুলো হলো লাহাউল-স্পিতি, চাম্বা, কাঙ্গরা, কুল্লু এবং কিন্নাউর।

ব্যাপক তুষারপাতের কারণে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) ইতোমধ্যে কমলা বিপদ সংকেত জারি করেছে।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়াগত পরিস্থিতি এমনই থাকবে। ১ জানুয়ারির পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ