ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শবে মেরাজ উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। দেশটির সিভিল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি, (বৃহস্পতিবার) থেকে ১ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত ছুটি থাকবে কুয়েতে।

এই তিন দিন জরুরি পরিষেবা ব্যতীত সরকারি সব দপ্তর ও পরিষেবাকেন্দ্র বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি ঘোষণায়।

আরবি রজব মাসের ২৬ তারিখ পালিত হয় শবে মেরাজ। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহম্মদ (সা.) এ দিন আরশে আজিমে আরোহনের মাধ্যমে আল্লাহর দিদার (সাক্ষাৎ) লাভ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন বলে বিশ্বাস করেন মুসলিমরা।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে শবে মেরাজ আগামী ২৭ জানুয়ারি। তবে সপ্তাহান্তের (উইকএন্ড) ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন।

সূত্র : গালফ নিউজ

এসএমডব্লিউ