জানতে চাইছেন মার্কিনিরা
বাইবেলে হাত রাখেননি ট্রাম্প, তার শপথ কী সুষ্ঠু হয়েছে? (ভিডিও)
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের দুটি কপি। যার মধ্যে একটি ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল। আরেকটি ট্রাম্পের মায়ের দেওয়া। কথা ছিল, এ দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প। তবে তিনি শপথবাক্য পাঠ করার সময় সেগুলোতে হাত রাখেননি। যদিও তার স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প এগুলো নিয়ে তার পাশেই দাঁড়িয়েছিলেন। ট্রাম্প শুধুমাত্র তার ডান হাত উঁচু করে শপথ গ্রহণ করেন।
ট্রাম্পের এ বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকেই ছবি প্রকাশ করে জানতে চাচ্ছেন, বাইবেলে হাত না রাখায় কি তার শপথ পরিপূর্ণ হয়নি? ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর এ বিষয়টি এখন গুগলে সবচেয়ে বেশি সার্চ করছেন মার্কিনিরা।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি পরিষ্কার করেছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি। তিনি বলেছেন, “সংবিধানে এমন কোনো কিছু উল্লেখ নেই যে, প্রেসিডেন্টকে শপথের সময় ইশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। শপথ হলো সংবিধানের ওপর। আমি মনে করি না বাইবেলে হাত না রাখায় এটির কোনো মূল্য আছে। সংবিধান অনুযায়ী আপনি শপথ বাক্য অথবা প্রত্যায়নপত্র পাঠ দুটোই করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা ধর্মে নাস্তিকদের জন্যও শপথের ব্যবস্থা রেখেছে।”
ট্রাম্পের মুখপাত্রদের কাছে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কেউ সাড়া দেননি।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স
এমটিআই