দাবি মুম্বাই পুলিশের
সাইফের হামলাকারীর সঙ্গে বাংলাদেশির চেহারার মিল পাওয়া গেছে
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে বলিউড তারকা সাইফ আলী খানের হামলাকারীর সঙ্গে বাংলাদেশি শরিফুল ইসলামের চেহারার মিল খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। হামলার পর পর সাইফের বাড়ির সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া একটি ছবি প্রকাশ করে পুলিশ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তারা বলেছে, সিসিটিভির ফুটেজে যাকে দেখা গেছে তিনি গ্রেপ্তার বাংলাদেশি শরিফুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।
গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। ওইদিন তার বাড়ির ১২ তলায় প্রবেশ করে এক হামলাকারী। যখন ৫৪ বছর বয়সী সাইফ বাধা দেন তখন তাকে ছুরিকাঘাত করে ওই অনুপ্রবেশকারী। তবে বাংলাদেশি শরিফুলকে গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছিল, সিসিটিভির ফুটেজে যাকে দেখা গেছে, তিনি আর শরিফুল একই ব্যক্তি কি না।
বিজ্ঞাপন
শরিফুলের বাবা মোহাম্মদ রুহুল আমিন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে দাবি করেছেন, ছবিতে যাকে দেখা গেছে সেই ব্যক্তি আর তার ছেলে এক নয়। তিনি বলেন, “সিসিটিভির ছবির ব্যক্তি আমার ছেলে নয়। তার মুখ অনেক বড় এবং তার চুল ছোট। সিসিটিভির ছবিতে যাকে দেখা যাচ্ছে তার চুল অনেক বড়, চুল চোখ পর্যন্ত নেমেছে। এটি আমার ছেলে নয়।” এছাড়া তিনি দাবি করেন, তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এ কারণে তিনি সরকারের রোষানলে পড়েছিলেন। সেটি থেকে বাঁচত অবৈধপথে ভারতে যান তিনি।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমগুলোই জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ সিআইডির কাছে ১৯টি আঙুলের ছাপের নমুনা পাঠিয়েছে। কিন্তু সেগুলোর একটির সঙ্গেও শরিফুলের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি। এমন খবর প্রকাশের পর মুম্বাই পুলিশ এটি অস্বীকার করে। আজ তারা জানাল চেহারার সঙ্গে মিল পাওয়া গেছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই