বেলারুশ ইস্যুতে বাড়ছে ইইউ-রাশিয়া দ্বন্দ্ব
বিমান ছিনতাইয়ের মাধ্যমে ভিন্নমতাবলম্বী সাংবাদিককে আটক করায় বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এর জেরে এবার নিজ দেশে প্রবেশে ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে বাধা দিচ্ছে রাশিয়া। ফলে বাড়ছে ইইউ-রাশিয়া দ্বন্দ্ব।
ইইউয়ের নিষেধাজ্ঞা অনুযায়ী, বেলারুশের কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বেলারুশের বিমান অবতরণও করতে পারবে না। পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিমান সংস্থাও আপাতত বেলারুশে কোনো বিমান চালাবে না।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে একঘরে হয়ে পড়েছে বেলারুশ। তবে নিজের মিত্রকে বাঁচাতে যে একটু বেশিই সক্রিয় মস্কো। বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জবাবে ইউরোপের দু’টি এয়ারলাইন্সকে রাশিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি পুতিন প্রশাসন। কারণ ইইউয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই দু’টি এয়ারলাইন্স বেলারুশের আকাশসীমা এড়িয়ে রাশিয়ায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বেলারুশের আকাশসীমা এড়িয়ে রাশিয়ায় প্রবেশের এই সিদ্ধান্ত মস্কো প্রত্যাখ্যান করার পর এয়ার ফ্রান্স এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স তাদের সেবা বাতিল করতে বাধ্য হয়।
বিজ্ঞাপন
চলতি সপ্তাহের শুরুতে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি বিমানে বোমা হামলার হুমকির কথা বলে গতিপথ বদলে মিনস্কের বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করে বেলারুশ। পরে সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতেশেভিচকে গ্রেফতার করে বেলারুশের পুলিশ।
২৬ বছর বয়সী এই সাংবাদিক এথেন্স থেকে আসা রায়ানএয়ারের বিমানটিতে উঠেছিলেন। এটি ভিলনিয়াসের বিমানবন্দরে অবতরণের কিছু আগে বেলারুশের কতৃপক্ষ হস্তক্ষেপ করে এবং মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়ে বিমানটিকে মিনস্কের বিমানবন্দরে নিয়ে এসে অবতরণ করায়।
রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে বিমানে উঠে পড়েন বেলারুশের সেনা সদস্যরা। বোমাতঙ্কের জন্য বিমানটিকে অবতরণ করানো হয়েছে বলে দাবি করা হলেও প্লেনের ভেতর থেকে বেলারুশের এক সাংবাদিক এবং ব্লগার রোমান প্রোতেশেভিচকে গ্রেফতার করা হয়। তার বান্ধবীকেও ধরে নিয়ে যাওয়া হয়। বিমান থেকে নামার সময় সহযাত্রীদের রোমান বলেছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
সাবেক সোভিয়েতের অংশ বেলারুশের শক্তিশালী মিত্র রাশিয়া। দেশটির সঙ্গে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক বিরোধে ক্রেমলিনের এটাই প্রথম পদক্ষেপ। আপাতত দু’টি এয়ারলাইন্সকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া না হলেও বেলারুশের আকাশসীমা ব্যবহার না করলে সকল বিমান সংস্থার বিরুদ্ধেই একই সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সেটা এখনও অবশ্য পরিষ্কার করে জানায়নি রাশিয়া।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ১২টি রুটে ফ্লাইট পরিচালনা বাতিল করেছে বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া। এই ১২টি রুট হচ্ছে- আমস্টারডাম, বার্সেলোনা, বার্লিন, ব্রাসেলস, ফ্রাঙ্কফুর্ট, হ্যানোভার, কালিনিনগ্রাদ, মিলান, মিউনিখ, রোম, ভিয়েনা এবং ওয়ারশ।
১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা ৬৬ বছর বয়সী প্রেসিডেন্ট লুকাশেঙ্কো গত বছরের আগস্ট মাসের নির্বাচনের পর থেকে ভিন্নমতাবলম্বীদের মত প্রকাশে বাধা সৃষ্টি করছেন। অনেক বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে কিংবা অনেককে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছে।
সূত্র: বিবিসি
টিএম