ইসরায়েলে হঠাৎ আতঙ্ক, একে একে ৩ বাসে বিস্ফোরণ
ইসরায়েলে পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব শহরতলির দুটি এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। অবশ্য এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
— Anadolu English (@anadoluagency) February 20, 2025
বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছবিও প্রকাশ করেছে কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, বিস্ফোরণের এই ঘটনাটি কোনও সমন্বিত হামলা কিনা তা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং পুলিশ খতিয়ে দেখছে।
ইয়েদিওথ আহরোনোথের মতে, বিস্ফোরণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাট ইয়ামের সমস্ত হালকা রেল লাইনে চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তুর খোঁজে তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়েছে।
পুলিশ হোলোন এবং ব্যাট ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও পরে জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে (অধিকৃত পশ্চিম তীরের) “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।
ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম চ্যানেল ১২ পরে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, নেতানিয়াহু বাসে বিস্ফোরক ডিভাইস লাগানোর বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন এবং পশ্চিম তীরে সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।
পরিস্থিতি মূল্যায়ন করার জন্য নেতানিয়াহু শিগগিরই একটি নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনা করছেন বলেও তার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
টিএম