করোনাভাইরাস পরিস্থিতি
পশ্চিমবঙ্গে বেড়েছে সংক্রমণের হার, মৃত আরও ১৪৫
ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে আরও ১২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ পর দৈনিক সংক্রমণের সংখ্যা ১২ হাজারে নেমে এলো। তবে সংক্রমণের মোট হার পৌঁছেছে প্রায় ১১ শতাংশে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজারের গণ্ডি।
শুক্রবার (২৮ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। প্রায় দুই সপ্তাহ পর দৈনিক সংক্রমণের সংখ্যা ১২ হাজারে নেমে এলো। গত ১৪ মে রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ২০ হাজার ৮৪৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে, রাজ্য জুড়ে বিধিনিষেধের কারণে ফের গত কয়েক দিন ধরে নতুন আক্রান্তের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট ১৩ লাখ ৪৩ হাজার ৪৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ লাখ ১৮ হাজার ৫১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা কমে এলেও মোট সংক্রমণের হার বেড়ে পৌঁছেছে ১০ দশমিক ৯৮ শতাংশে। মহামারি শুরুর পর থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে করোনায় আক্রান্তের দৈনিক হার কমে দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ শতাংশে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৪৫ জন মারা গেছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৩ জন এবং কলকাতায় ৩০ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৫ হাজার ১২০ জন।
টিএম