দক্ষিণ আফ্রিকায় সিরিয়াল ধর্ষকের ১০৮৮ বছরের কারাদণ্ড
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এক সিরিয়াল ধর্ষককে শতাধিক অভিযোগে ১ হাজার ৮৮ বছরের সাজা দিয়েছে হাইকোর্ট। ২৯ মে (বৃহস্পতিবার) দেশটির নর্থ ঘাউটেং হাইকোর্টের বিচারপতি পেপি মোসোপা এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
দণ্ডিত সিরিয়াল ধর্ষক সেলো আব্রাম ম্যাপোনিয়া (৩৩) রাজধানী প্রিটোরিয়া ও আশপাশের এলাকাগুলোতে গত পাঁচবছরে অর্ধশতাধিক নারীকে ধর্ষণ, ছিনতাই-ডাকাতি, ভাঙচুর, মানুষকে মারধর করে আহত করার প্রায় শতাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই সাজা দেওয়া হয়।
বিজ্ঞাপন
২০১৯ সালের মার্চে গ্রেফতার হন তিনি। পাঁচটি ধর্ষণের অভিযোগের প্রত্যেকটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বাড়ি ভাঙচুর, ডাকাতি ও হামলা, মারধরের মামলায় আরও ৯৮৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আদালত জানিয়েছে, তার সাজাগুলো একই সাথে কার্যকর করা হবে না।
রায়ে বিচারক মোসোপা তার বলেন, যৌন অপরাধী হিসেবে দণ্ডিত ম্যাপোনিয়ার শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ধর্ষণের শিকার নারী, শিশুদের সাথে ঘটে যাওয়া নিপীড়নের বিচার হয়েছে। যারা সাহস করে সাক্ষী দিয়ে বিচারকার্যে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।
বিজ্ঞাপন
এনএফ