পশ্চিমবঙ্গে করোনায় আরও ১৪৮ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ১১ হাজারে। আক্রান্ত কমে যাওয়ায় দৈনিক সংক্রমণের হারও কমে এসেছে ২০ শতাংশের নিচে। তবে বেড়েছে মোট সংক্রমণের হার।
শনিবার (২৯ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। গত ২২ এপ্রিলের পর সংক্রমণের এই সংখ্যা সর্বনিম্ন
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে উত্তর ২৪ পরগনার ২ হাজার ৪৪১ এবং কলকাতার ১ হাজার ৭৩৫ জন রয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট ১৩ লাখ ৫৪ হাজার ৯৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে দৈনিক সংক্রমণ আগের থেকে কমে এলেও ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা এখনও রাজ্যটির জন্য উদ্বেগের কারণ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল কলকাতাতেই মারা গেছেন ৪৪ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ৩৬। সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নতুন আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নমুখী হওয়ায় দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ শতাংশে। টানা ৩৯ দিন পর এই প্রথম দৈনিক সংক্রমণ ২০ শতাংশের নিচে নামল।
তবে ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণের মোট হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ০১ শতাংশে। মহামারি শুরুর পর থেকে যা সর্বোচ্চ।
টিএম