বিয়ের আনষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। চারদিকে আনন্দের পরিবেশ। মালাবদলের অনুষ্ঠান সবে শুরু হবে। ঠিক তখনই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কনে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল তার। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন বর।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। গত বৃহস্পতিবার সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। হুলস্থুল পড়ে যায়। ছোটাছুটি শুরু হয় উভয়পক্ষের।   

সঙ্গে সঙ্গে কনেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরভীর। মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। কান্নাকাটির রোল পড়ে যায়। পরিস্থিতি হয়ে যায় থমথমে।

ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে বর মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষ সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তখনই ওই বাড়িতেই আবার শুরু হয় বিয়ের আয়োজন। দ্রুততার সঙ্গে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ও বেদনার। কেননা যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে ছিল আর এক বোনের মরদেহ।’

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে তার পরিবার।

এএস