ব্রিটিশ উপকূলে ট্যাঙ্কার-জাহাজের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩২
যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে রাসায়নিকবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে জাহাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ইংল্যান্ডের উপকূলের কাছে সংঘর্ষের এই ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।
ব্রিটেনের গ্রিমসবি বন্দরের পরিচালক মার্টিন বয়ার্স ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ট্যাঙ্কার ও জাহাজের সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তিনটি জাহাজে করে উপকূলে আনা হয়েছে। বর্তমানে সেখানে অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পূর্ব ইয়র্কশায়ারের উপকূলে একটি ট্যাঙ্কার এবং কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনার পর যুক্তরাজ্যের উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানের সমন্বয় করছে। দূষণের প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ব্রিটিশ উপকূলরক্ষী বাহিনী পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উপকূলের প্রায় ১৬ কিলোমিটার দূরে ঘন, কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়। দেশটির রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) সংঘর্ষের মুখোমুখি হওয়া উভয় ট্যাঙ্কার ও জাহাজে আগুনের তথ্য নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডের সময় ট্যাঙ্কার ও জাহাজে অনেকেই আটকা পড়েন বলে আরএনএলআই জানিয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এই ঘটনায় অগ্নিকাণ্ড নির্বাপণ, তল্লাশি ও উদ্ধার অভিযানে মনোযোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, সোমবার সকালের দিকে উত্তর সাগরে দুটি জাহাজের সংঘর্ষের খবরে উদ্বিগ্ন এবং পরিস্থিতির বিষয়ে এইচএম কোস্টগার্ডের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। ট্যাঙ্কার ও জাহাজের সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি তৎপরতা শুরু করায় তিনি দেশটির জরুরি সেবা সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
এসএস