হবে মানবতাবিরোধী অপরাধের বিচার
রদ্রিগো দুতের্তেকে বহনকারী বিমান নেদারল্যান্ডসে পৌঁছাল
মানবতাবিরোধী অপরাধের মামলার মুখোমুখি করতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির হেগ শহরভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তার বিচার হবে।
গত মঙ্গলবার রাতে ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওইদিন হংকং থেকে ফিরেছিলেন তিনি। এরপর তাকে জোরপূর্বক আরেকটি বিমানে করে প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং সেখান থেকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
রদ্রিগো দুতের্তে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার এই যুদ্ধে সরকারি হিসেবে ৬ হাজার মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই তরুণ। অভিযোগ রয়েছে, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এসব তরুণকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আর এসব হত্যাকাণ্ডের অভিযোগেই দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ উঠেছে। মানবতাবাদী সংগঠনগুলোর অভিযোগ, দুতের্তের নির্দেশে ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্কাই নিউজ জানিয়েছে, আজ বুধবার (১২ মার্চ) রোটারডাম বিমানবন্দরে দুতের্তেকে বহনকারী বিমান অবতরণ করে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগোকে বিমানবন্দরে আটক করেছে পুলিশ। এরপর তারাই তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠিয়েছে।
রদিগ্রো দুতের্তের মেয়ে সারা দুতের্তে নেদারল্যান্ডসে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তার বাবাকে কী ধরনের আইনি সহায়তা দেওয়া যায় সেটি খোঁজার চেষ্টা চালাবেন তিনি। সারা দুতের্তে ফিলিপাইনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের দ্বন্দ্ব রয়েছে।
সূত্র: স্কাই নিউজ
এমটিআই