বিশ্বজুড়ে ২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক গবেষণাখাতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জনস হপকিন্স ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য তহবিলে ব্যাপক হ্রাসের পর এই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) থেকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল হারানোর পর ২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে। ট্রাম্প প্রশাসনের ফেডারেল সরকার উল্লেখযোগ্যভাবে বৈদেশিক সহায়তা হ্রাস করার প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি।

সিএনএন বলছে, বৈশ্বিক গবেষণার শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টিতে ছাঁটাইয়ের বেশিরভাগ অংশই এর আন্তর্জাতিক কর্মীদের ওপর প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, ৪৪টি দেশের ১ হাজার ৯৭৫ জন কর্মী ছাঁটাই করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আরও ২৪৭ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০০ জন অতিরিক্ত কর্মীকে সংক্ষিপ্ত সময়ের সাথে ছাঁটাই করা হবে।

মেরিল্যান্ড-ভিত্তিক এই বিশ্ববিদ্যালয়টি বলেছে, “আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য এটি একটি কঠিন দিন। ইউএসএইডের ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখন আমাদের বাল্টিমোর এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করতে বাধ্য করছে।

বিশ্ববিদ্যালয়টি আরও বলেছে, “মা ও শিশুদের যত্ন নেওয়া, রোগের বিরুদ্ধে লড়াই করা, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ করা এবং বিশ্বজুড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ, জীবন রক্ষাকারী প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য” তাদের কর্মীদের কাজে তারা গর্বিত।

পৃথক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের রাজধানীর উত্তরে মেরিল্যান্ডের বৃহত্তম শহর বাল্টিমোরে অবস্থিত। রাজধানী থেকে বিশ্ববিদ্যালয়টি এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক ফেডারেল ব্যয় কমানোর জন্য বিদেশি সাহায্য, গবেষণা ও উন্নয়নের জন্য ইউএসএইডের এই সহায়তা তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। 

কঠোর এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

চলতি মার্চের শুরুর দিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সভাপতি রোনাল্ড ড্যানিয়েলস ছাত্র ও অধ্যাপকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেছিলেন, গত বছর তাদের প্রাপ্ত তহবিলের প্রায় অর্ধেকই ছিল ফেডারেল তহবিল। তিনি এই সিদ্ধান্তে শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের ক্ষতি হবে বলেও সতর্ক করেন।

রোনাল্ড ড্যানিয়েলস প্রথম আমেরিকান গবেষণাধর্মী এই বিশ্ববিদ্যালয় ও সরকারের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা উন্নত করার জন্য পরিকল্পিত কর্মসূচির আওতায় শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকদের ক্ষতি হবে।

টিএম