গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন।

তার আগের দিন মঙ্গলবার দেশটিতে নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৫৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে বুধবার ভারতে মারা গেছেন ২ হাজার ৮৮৭ জন রোগী। তার আগের দিন মঙ্গলবার সেখানে এ রোগে মৃত্যু হয়েছিল ৩ হাজার ২০৭ জনের। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩২০।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ লাখের নিচে রয়েছে; এবং টানা ২১ দিনের মতো দৈনিক আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা বেশি দেখা গেছে।

তারা আরও জানিয়েছেন, গত তিন মাস ধরে দেশটির রাজ্যগুলোর মধ্যে মোট শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র; কিন্তু এখন এ রাজ্যটির চেয়ে তামিলনাডু ও কেরালায় দৈনিক আক্রান্তের উর্ধ্বহার লক্ষ্য করা যাচ্ছে।

ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন মোট ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে ভারতে; কিন্তু খুবই ধীরগতিতে চলছে এই কর্মসূচি। দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএমডব্লিউ