রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের
রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর ব্রায়ানস্ক, কৃষ্ণ সাগরে টহলরত রুশ যুদ্ধজাহাজ এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপ ক্রিমিয়ায় রোববার রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার ভোর ৪টা ৩৫ মিনিট পর্যন্ত মোট ১১৫টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ব্রায়ানস্কে ১০২টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বাকিগুলো নিক্ষেপ করা হয়েছে ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে।
বিজ্ঞাপন
রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে, তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্দার বোগোমাজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় সেখানে একজন পুরুষ নিহত এবং একজন নারী আহত হয়েছেন।
ব্রায়নস্কে এই হামলা অবশ্য নতুন নয়। গত সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। সেই যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ব্রায়ানস্কে ৮৭টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী।
বিজ্ঞাপন
তারপর ইউক্রেনের বিভিন্ন শহরকে লক্ষ্য করে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। সেসব হামলায় মোট ১২ জন আহত এবং ১০০ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।
আজ সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন
সূত্র : আরটি
এসএমডব্লিউ