খেলনা ভেবে গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে অন্তত তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। বৃহস্পতিবার কুয়েটা প্রদেশের পুলিশ গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশুর হতাহতের এই তথ্য জানিয়েছে।

কুয়েটা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ কামার বলেছেন, কুয়েটার একটি কবরস্থানে একটি গ্রেনেড খুঁজে পেয়েছিলেন ১০ থকে ১৪ বছর বয়সী ওই শিশুরা।

ফরাসী বার্তাসংস্থা এএফপিকে জাভেদ কামার বলেন, শিশুরা কবরস্থানে পাওয়া গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত দুই শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।

পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা আজহার ইকরাম বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশুরা মারা যায়।

সূত্র: এএফপি।

এসএস