করোনা: পশ্চিমবঙ্গে এক ধাক্কায় মৃত্যু কমে ১০৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে এক ধাক্কায় অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবার করোনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাও কমেছে। তবে আগের দিনের তুলনায় সামান্য কম হয়েছে করোনা শনাক্তকরণ পরীক্ষা।
বৃহস্পতিবার (৩ জুন) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৮ হাজার ৮১১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনায় শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন, এরপরই কলকাতায় ৯৭৬ জন। সব মিলিয়ে মহামারির শুরু থেকে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩ হাজার ৫৩৫ জনে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে উত্তর ২৪ পরগনায় ৩০, কলকাতায় ২৭ এবং হাওড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ৯২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিড পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৫৬৮ জনের। বুধবারের থেকে বৃহস্পতিবার সংক্রমণের হার কমে হয়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ। তবে মোট সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ১১ দশমিক ১০ শতাংশ।
বিজ্ঞাপন
রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ লাখ ২৫ হাজার ৮৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ২৩৫ জন কমে হয়েছে ৬১ হাজার ৭৮০।
টিএম