রাহুল গান্ধীর নাগরিকত্বকে প্রশ্ন করে মামলা উচ্চ আদালতে খারিজ
ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ হাইকোর্ট। সোমবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি রাজীব সিংয়ের বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন।
গত বছর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে দু’টি আসনে বিজয়ী হয়ে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা হন রাহুল গান্ধী। নির্বাচনের ফলাফল প্রকাশের কিছুদিন পর এলাহাবাদ হাইকোর্টে এই মামলাটি করেন বিজেপির কর্ণাটক রাজ্যশাখার কর্মী এস ভিগনেশ শিশির।
বিজ্ঞাপন
মামলার তার অভিযোগ ছিল, রাহুল গান্ধীর যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে এবং নির্বাচনী হলফনামায় সেই তথ্য গোপন করেছিলেন তিনি। যেহেতু হলফনামায় এই তথ্য তিনি গোপন করেছেন, তাই তার নির্বাচনী ফলাফল বাতিল করা হোক।
অভিযোগের স্বপক্ষে প্রমাণ হিসেবে কিছু ইমেইল বার্তার কপিও সংযুক্ত করেছিলেন ভিগনেশ।
বিজ্ঞাপন
এই অভিযোগ আমলে নিয়ে গত ২৫ নভেম্বর থেকে শুনানি শুরু হয় এলাহাবাদ হাইকোর্টে। তারপর গত ২১ এপ্রিলের শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়য়ে বিস্তারিত জানতে যুক্তরাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করার আদেশ দিয়েছিলেন এলাবাদ হাইকোর্ট। সেই সঙ্গে যুক্তরাজ্যের সরকারি তথ্য লিখিত আকারে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন।
আজ সোমবারের শুনানিতে এ আর মাসুদি এবং রাজীব সিংয়ের বেঞ্চ বলেন, অভিযোগকারী সাক্ষ্য-প্রমাণ হিসেবে যেসব নথি সরবরাহ করেছেন— তা অভিযোগের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট নয়। যুক্তরাজ্যের সরকারের দেওয়া তথ্যেও অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। তাই আদালত এই অভিযোগ খারিজ করছে।
তবে বিচারপতিরা জানিয়েছেন, অভিযোগকারী চাইলে এ বিষয়য়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারবেন।
সূত্র : এনডিটিভি অনলাইন
এসএমডব্লিউ