টানা চারদিন সংঘাত শেষে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর আনন্দমিছিল শুরু হয়েছে পাকিস্তানে। রোববার সকালে রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি, মুলতান, হায়দারাবাদসহ দেশটির বিভিন্ন শহরে আনন্দ শোভাযাত্রা বের করেছেন হাজার হাজার পাকিস্তানি।

সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে হিন্দু সম্প্রদায়ের আনন্দমিছিল
যুদ্ধবিরতির পর মুলতানে জনতার আনন্দমিছিল
রোববার সকালে রাজধানী ইসলামাবাদে নারীদের আনন্দমিছিল
ইসলামাবাদে আনন্দমিছিল
লাহোরে আনন্দমিছিল

সূত্র : জিও টিভি

এসএমডব্লিউ