প্রাণী আর তাদের মানব সঙ্গীদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এক অনন্য বিষয়। ইন্টারনেটের কল্যাণে আমরা প্রায়শই এমন গল্প জানতে, শুনতে ও দেখতে পারি। তেমনি একটি ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। প্রিয় মাহুতের মৃত্যুতে একটি হাতির শেষ শ্রদ্ধা জানানোর ভিডিও এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল। ‘মনিবের’ বিদায়ে ওই হাতির শেষশ্রদ্ধায় সবাই আবেগতাড়িত।  

ভারতীয় টেলিভিশন এনডিটিভির শুক্রবারের এক প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার কেরালা রাজ্যের কোত্তায়াম জেলায় ঘটেছে এমন ঘটনা। ভাইরাল হওয়া হাতির নাম পালাত্তু ব্রহ্মদাথন ও মাহুতের নাম কুন্নাকাদ দামোদারন নায়ার। তিনি ওমানাচেত্তন নামেও পরিচিত। 

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ওমানাচেত্তনের মৃত্যুর পর তার মরদেহ বাড়ির বারান্দায় রাখা হয়। মরদেহ পোড়ানোর জন্য নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি চলছে তখন হাতিটিকে বাগান থেকে এনে তার মাহুতের মরদেহের সামনে নেওয়া হয়। এ সময় হাতিটি দুই বার শুঁড় উচিয়ে তার প্রিয় মাহুতের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। মুহূর্তেই সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চোখে পানি আসে অনেকের।

সেই আবেগঘন পরিবেশ দেখতে স্থানীয়রা সেখানে ভীড় করেন। পরে এক পর্যায়ে বারান্দা থেকে নেমে আসেন মৃত মাহুতের ছেলে। তিনি মাহুতের মৃত্যুতে শোকগ্রস্ত হাতির মাথা আর শুঁড়ে হাত বুলিয়ে আদর করতে থাকেন। এরপর সেখান থেকে হাতিটি সরিয়ে নেওয়া হয়। 

ওই সময় ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন স্থানীয় এক তরুণ। ঘটনার বিবরণসহ তিনি সেটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই একটি প্রাণী ও একজন মানুষের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে নেটিজেনরাও আবেগতাড়িত হয়ে পড়েন। ভিডিও ফুটেজটি আপলোড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি দেখেন ৮ লাখ মানুষ। ২৪ হাজার মানুষের প্রতিক্রিয়াসহ মন্তব্য হয় ১০ হাজারের বেশি।

এএস