ছুটি পেতে অজ্ঞান হওয়ার ভান, ভাইরাল ভিডিও
করোনাভাইরাস মহামারির এই সময়ে কর্মক্ষেত্রে কাজের চাপ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কাজ এমন বেড়েছে যে কয়েকদিনের ছুটি নেওয়াও কার্যত অসম্ভব। কিন্তু কারও যদি ছুটির দরকার হয়, তাহলে তিনি কি করবেন? কর্তৃপক্ষকে বুঝিয়ে নিশ্চয় ছুটি নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তাতে যদি কর্তৃপক্ষের হৃদয় না গলে?
এমন এক অসম্ভবকেই সম্ভব করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন যুক্তরাজ্যের একটি কোম্পানির এক কর্মী। এমন এক আজব কৌশল অবলম্বন করেছেন তিনি; যার ফলে টানা ছুটি পেয়েছেন।
বিজ্ঞাপন
টুইটারে সেই ভিডিও নিজেই টুইট করেছেন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। টুইটারে ভিডিওটির ক্যাপশনে ওই কর্মী লিখেছেন, ছুটি পাওয়ার সর্বোত্তম উপায় হলো কাজের সময় অসুস্থ হয়ে পড়া। বক্সিং ডেতে আমার ক্ষেত্রে তাই হয়েছে। ছুটির জন্য আমাকে অসুস্থতার ভান করতে হয়েছে। আমার ম্যানেজার সেখানে উপস্থিত ছিলেন। অসুস্থ হওয়ার ভান না করলে ছুটিই পেতাম না।
১৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, দোকানের ক্যাশ সামলাচ্ছেন একজন কর্মী। সেই সময় একজন গ্রাহক বিল পরিশোধের জন্য আসেন। ওই কর্মী ক্যাশের সামনে দাঁড়িয়ে দুই হাতে কপাল চেপে ধরেন। এরপরই হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।
তবে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ার এই ঘটনা যে সম্পূর্ণ অভিনয় তা অনেক নেটিজেনই প্রথমে বুঝতে পারেননি। টুইটারে শেয়ার করা এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
বিজ্ঞাপন
টুইটার ব্যবহারকারীদের অনেকেই বলেছেন, ম্যানেজারকে এমনভাবে বোকা বানানোর অভিনয় দেখে তাজ্জব বনে গিয়েছেন তারা। কেউ কেউ বলেছেন, এই ঘটনার পর ম্যানেজার তাকে একেবারের জন্যও বাড়ি পাঠিয়ে দিতে পারতেন। পরে অবশ্য কর্তৃপক্ষ কয়েকদিনের জন্য তার ছুটি মঞ্জুর করেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এসএস