বিয়ের এক সপ্তাহের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মাত্র এক সপ্তাহ আগেই তাদের বিয়ে হয়েছিল। নিহত ওই নারী অভিযুক্ত ওই ব্যক্তির তৃতীয় স্ত্রী ছিলেন এবং দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারানসীতে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের বারানসীর আমাউলি গ্রামে এক ব্যক্তি বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে নিজের তৃতীয় স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ২৬ বছর বয়সী আরতী পাল জৈনপুর জেলার বাসিন্দা। তিনি ৪৪ বছর বয়সী রাজু পালের তৃতীয় স্ত্রী ছিলেন। এর আগের দুইটি বিয়ে ভেঙে যাওয়ার পর রাজু গত ৯ মে আরতীর সঙ্গে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরপরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

চৌবেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ কুশওহা জানান, বৃহস্পতিবার রাতে কোনও একটি বিষয় নিয়ে তীব্র ঝগড়ার একপর্যায়ে রাজু আরতীকে নির্মমভাবে মারধর করে।

আরও পড়ুন

পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত আরতীকে নরপাতপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টিএম