কয়েকদিনের ঝোড়ো হাওয়ায় শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত পৌনে ২ লাখ মানুষ
শ্রীলঙ্কাজুড়ে গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত। সঙ্গে রয়েছে ঝোড়োহাওয়া। বিরুপ এ আবহাওয়ার কারণে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র শনিবার এ তথ্য দিয়েছে।
প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৬৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, উদ্ধার অভিযান চলছে। যেকোনো প্রয়োজনে মাঠে নামার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে।
দেশটির আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষ পর্যন্তও ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাত থেকে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। ৫০ থেকে ৫৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতোমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে দেশটির বেশ কিছু অঞ্চল। বিভিন্ন নিচু অঞ্চলে যাদের বাস তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু জেলায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
এনএফ