গাড়ি পার্কিং নিয়ে বচসা। আর এর জেরে উত্তপ্ত বাকবিতণ্ডার মাঝেই বৃদ্ধের নাক কামড়ে দিলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিওটি। বুধবার (২৮ মে) পৃথক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যম বলছে, উত্তরপ্রদেশের কানপুরে একটি আবাসিক ভবনের পার্কিং নিয়ে ঝগড়ায় এক ব্যক্তি তার প্রতিবেশীর নাক কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ধরা পড়ে ভবনের সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে কানপুরের নারামাউ এলাকার রতন প্ল্যানেট অ্যাপার্টমেন্টে। অভিযোগ অনুযায়ী, ভবনটির সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রূপেন্দ্র সিং যাদবকে কামড়ে রক্তাক্ত করেন অপর ফ্ল্যাট মালিক ক্ষিতিজ মিশ্র। ঝগড়ার সূত্রপাত হয় একটি গাড়ি কোথায় পার্ক করা হবে তা নিয়ে।

রূপেন্দ্র সিং যাদব পুলিশের কাছে জানান, ক্ষিতিজ মিশ্র তাকে ফোন করে অভিযোগ করেন যে, তার পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় অন্য কেউ গাড়ি রেখেছে। যাদব নিরাপত্তাকর্মীকে বিষয়টি দেখার নির্দেশ দিলেও মিশ্র তাকে নিজে নিচে এসে দেখা করার জন্য জোর করেন।

যাদব নিচে পৌঁছানোর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্ষিতিজ প্রথমে যাদবকে থাপ্পড় মারেন, এরপর তার গলা চেপে ধরে হঠাৎ করে তার নাক কামড়ে দেন।

ভিডিওতে দেখা যায় যাদব রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন এবং তার শার্ট রক্তে ভিজে গেছে। এরপর যাদবের সন্তানরা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর রূপেন্দ্র সিং যাদব ক্ষিতিজ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কানপুরের বিঠুর থানায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

টিএম