দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা -পুরোনো ছবি

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় ‘সংশোধনী’ চেয়েছে।

হামাসের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এতে তারা জানিয়েছেন, তারা এই প্রস্তাবে রাজি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন। যেটিতে দখলদার ইসরায়েল আগে থেকেই সম্মতি জানিয়েছিল। তবে দখলদাররা গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে— এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। এ বিষয়টি নিয়েই হামাস আপত্তি জানিয়েছে।

তারা শর্ত দিয়েছে এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে হবে।

যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে বলেছিল— যুদ্ধবিরতি শুরু হওয়ার সাতদিনের মধ্যে ১০ জীবিত জিম্মিকে মুক্তি এবং ১৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। ফিলিস্তিনি এ গোষ্ঠীটি ১০ জীবিত ও ১৮ মৃত জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তারা জানিয়েছে, সাতদিন নয় এই জিম্মিদের মুক্তি দেওয়া হবে ধাপে ধাপে যেন তাদের মুক্ত করার পর ইসরায়েল গাজায় আবারও হামলা চালানো শুরু না করতে পারে। গোষ্ঠীটি বলেছে, পূর্বে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে জিম্মিরা মুক্তি পাওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও হামলা শুরু করেছিলেন।

গত সপ্তাহে নেতানিয়াহু জিম্মি পরিবারের সদস্যদের জানান, তিনি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করবেন না। এতে স্পষ্ট হয়েছে এই জিম্মিরা মুক্তি পাওয়ার পরই দখলদারর আবারও তাদের বর্বরতা শুরু করবে।

সূত্র: রয়টার্স

এমটিআই