রাশিয়ার ৪০টির বেশি বিমানে ড্রোন হামলার দাবি ইউক্রেনের
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রকাশিত ছবি
রাশিয়ার ৪০টিরও বেশি বিমানে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ। রোববার (১ জুন) এই হামলা চালানো হয় বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন এসবিইউ-র এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, রুশ টিইউ-৯৫ এবং টিইউ-২২ স্ট্র্যাটেজিক বোম্বার্সসহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই যুদ্ধবিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছুড়ে।
বিজ্ঞাপন
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ওই গোয়েন্দা কর্মকর্তার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
জানা গেছে, রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের একটি বিমানঘাঁটিতে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে গভীরে ইউক্রেনের হামলার ঘটনা। ইরকুর্স্ক অঞ্চলের রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে স্রিদনি গ্রামের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
এরআগে রোববার সকালে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হন। এর কয়েক ঘণ্টা পরই রুশ বিমানঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেনের হামলার ঘটনা ঘটল।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন রাশিয়া যেসব যুদ্ধবিমান ব্যবহার করে তাদের অঞ্চলে হামলা চালায় আজ তারা সেসব বিমানে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছেন।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এতে সফল হননি তিনি। যদিও দুটি দেশকে আলোচনার টেবিলে বসাতে সমর্থ হয়েছেন ট্রাম্প। কিন্তু এই আলোচনাও আলোর মুখ দেখেনি।
সূত্র: রয়টার্স, কিয়েভ ইনডিপেনডেন্ট
এমটিআই