যা বললেন বিধ্বস্ত বিমানের বেঁচে ফেরা যাত্রী রমেশ
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪২ আরোহীর সবার প্রাণহানির খবরের মাঝে অলৌকিকভাবে ব্রিটিশ এক যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক দেশটির বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ১১এ নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী এবং তিনি জীবিত আছেন। ব্রিটিশ-ভারতীয় ওই নাগরিকের নাম বিশ্বাস কুমার রমেশ।
বিজ্ঞাপন
জিএস মালিক বলেছেন, ওই যাত্রী বর্তমানে হাসপাতালে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। এর আগে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমানের যাত্রীদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে বিশ্বাস কুমার রমেশের নাম রয়েছে। তিনি ব্রিটিশ নাগরিক।
ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, তাদের সংবাদদাতারা হাসপাতালে গিয়ে রমেশের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন নম্বর উল্লেখ করা আছে ১১এ।
বিজ্ঞাপন
— India Today NE (@IndiaTodayNE) June 12, 2025
গুজরাটে এই বিমান দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে রক্তের দাগ লাগা অবস্থায় তাকে হাঁটতে দেখা যায়। পায়ে আঘাত পাওয়ায় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ভিডিওতে।
ব্রিটিশ-ভারতীয় নাগরিক রমেশ সম্প্রতি গুজরাট সফরে এসেছিলেন। সেখানে ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে তার ভাইও ছিলেন বলে জানিয়েছেন রমেশ। তবে দুর্ঘটনার পর তার সেই ভাইকে আর খুঁজে পাননি তিনি।
দেশটির সংবাদমাধ্যমকে রমেশ বলেছেন, ‘‘আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল বিমাবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি। স্থানীয় সময় বেলা ১টা ৩৮ মিনিটে আকাশে উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড আওয়াজ হয়। এর পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়।’’
‘‘দুর্ঘটনাস্থলে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে। আর সেখানে অনেকের মরদেহ পড়ে আছে।’’
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক দর্শনা বাঘেলা এএনআইকে বলেছেন, বিমান বিধ্বস্তের সময় তিনি ঘটনাস্থলের কাছেই নিজের দপ্তরে ছিলেন।
‘‘আমি এখানে আমার অফিসে বসেছিলাম। সেখানে বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রচুর ধোঁয়া বের হচ্ছে। মেডিকেল কলেজের হোস্টেলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেককে উদ্ধার করতে পেরেছি।’’
এরপর বিমানটি নিচে নেমে আসে এবং বিমানবন্দরের কাছের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় ছাত্রাবাসের অন্তত পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতের সিভিল এভিয়েশন দপ্তর বলেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন সাধারণ যাত্রী ও বাকি ১২ জন ক্রু।
সূত্র: বিবিসি, এএনআই।
এসএস