ইরান
সেনাবাহিনী-আইআরজিসি-হেড কোয়ার্টারের নতুন প্রধানদের নাম ঘোষণা খামেনির
(বাঁ থেকে) মেজর জেনারেল আবদোলরহিম মওসাভি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং মেজর জেনারেল আলী সাদমানি
ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ও শীর্ষ কমান্ডার জেনারেল হোসাইন সালামি নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন সেনাপ্রধান ও আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সেই সঙ্গে ঘোষণা করে হয়েছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় হেডকোয়ার্টার খতম আল আনবিয়ার নতুন প্রধানের নামও। শুক্রবার স্থানীয় সময় বিকেলে সর্বোচ্চ ধর্মীয় নেতার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেজর জেনারেল আবদোলরহিম মওসাভিকে ইরানের নতুন সেনাপ্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর আইআরজিসির প্রধান কমান্ডার এবং খতম আল আনবিয়ার কেন্দ্রীয় হেডকোয়ার্টারের প্রধান হিসেবে মেজর জেনারেল আলী সাদমানিকে নিয়োগ দেওয়া হলো।’
বিজ্ঞাপন
মেজর জেনারেল আবদোলরহিম মওসাভি ইরানের সদ্যপ্রয়াত সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির স্থলাভিষিক্ত হয়েছেন। আর আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার জেনারেল হোসাইন সালামি ও খতম আল আনবিয়া হেডকোয়ার্টারের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন যথাক্রমে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং মেজর জেনারেল আলী সাদমানি।
শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের আট শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সেই হামলাতেই নিহত হয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি এবং খতম আল আনবিয়া হেডকোয়ার্টার প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ।
বিজ্ঞাপন
এএফপিসহ একাধি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ৮ শহরের অন্তত ১০০টি স্থাপনায় হামলা করা হয়েছে। এই স্থপনাগুলোর সবই ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত।
ইরানের উদ্দেশে পরিচালিত এই সামরিক অভিযানকে ‘অপারেশন রাইজিং লায়ন’ নাম দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার হামলা শুরুর কিছুক্ষণ পর এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের হুমকি যতদিন না প্রতিহত হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।
সূত্র : সিএনএন
এসএমডব্লিউ