প্রথম দফায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০টি মিসাইল ছোড়ার পর দ্বিতীয় দফায় আরও মিসাইল ছুড়েছে ইরান।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরান দ্বিতীয় দফায় আরও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ইসরায়েলিকে নিরাপদস্থানে থাকার আহ্বান জানিয়েছে তারা।

ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইসরায়েলে কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলে কয়েক ডজন মিসাইল প্রবেশ করেছে। তারা দাবি করেছে, ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই অনেক মিসাইল ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৪ জুন) মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে ইরান। এর আগে শুক্রবার ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।  

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই