তেহরানে তেল ডিপোতে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইরানের ছোড়া মিসাইল এগিয়ে আসছে ইসরায়েলের হাইফা শহরের দিকে -রয়টার্স
ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (১৪ জুন) রাতে এ হামলা চালায় তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর তেল ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বিজ্ঞাপন
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, দখলদার ইসরায়েলের বিমানবাহিনী এ হামলাটি চালিয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেল ডিপোটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে ইসরায়েল যখন এই তেল ডিপোতে হামলা চালায় তখন দখলদারদের বন্দর নগরী হাইফা লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে ইরান। এতে হাইফার তেল পরিশোধনাগারকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।
ইরানের এ হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। ইসরায়েল এখনো হামলার তথ্য প্রকাশ করেনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই