ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা ১১তম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

আকাশসীমা খুলে দিলো ইসরায়েল

তিন ঘণ্টা পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার কারণে বন্ধ থাকা দেশের আকাশসীমা জরুরি বিমানের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এদিকে টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।

এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু

টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।

এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন।

এর আগে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএ’র এক মুখপাত্র।

আকাশসীমা বন্ধ ঘোষণার সময় কাতারের পথে ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার।

দেশটি যখন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তখন কাতারের পথে ছিলেন। লেবাননের একজন উপদেষ্টা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সালাম এখন বাহরাইনে আছেন। হামলার বিষয়ে কাতার জানিয়েছে, ইরান ঘাঁটি লক্ষ্য করে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যার মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে।

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল ইরান

ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে ইরানের এই হামলার জেরে সাইরেন বাজছে ইসরায়েলের বহু এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তরের পাশাপাশি দক্ষিণ ইসরায়েলেও সতর্ক সংকেত বেজেছে। মূলত ইরানি আক্রমণ শনাক্ত করার সাথে সাথে ইসরায়েলের বেশিরভাগ এলাকায় আগাম এই সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান২৪ চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের তাসনিম বার্তাসংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একসময় এটি ছিল ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস

ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতা সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন, সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।”

ক্যারোলিন আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।”

• মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘‘ধ্বংস করে দিয়েছে’’ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এখন টার্গেট করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি এক বিবৃতিতে বলেছেন, ‘‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসী সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এ বিষয়ে আমরা কখনোই পিছপা হব না।’’

হরমুজ প্রণালী কী, কেন গুরুত্বপূর্ণ এই জলপথ?

ইরানের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর হামলার যে অভূতপূর্ব নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা নিশ্চিতভাবেই গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও গভীর ও পোক্ত করেছে।

বস্তুত, ১৯৭৯ সালের বিপ্লবে ইরানের সাবেক রাজা বা শাহ রেজা পাহালভীর পতন এবং রাষ্ট্রক্ষমতায় ইসলামপন্থি শাসকগোষ্ঠী আসীন হওয়ার পর এই প্রথম ইরানে হামলা চালাল পশ্চিমের কোনো দেশ।

এখন ইরানের জবাব দেওয়ার পালা। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মার্কিন এই হামলার জবাব দিতে পারে ইরান।

হরমুজ প্রণালীর দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার এবং প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ৩৯ কিলোমিটার থেকে সর্বনিম্ন তিন কিলোমিটার। এই প্রণালীর একপাশে ইরান, অপরপাশে ওমান। জলপথটি একই সঙ্গে পারস্য উপসাগরকে আরব সাগর ও ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।

বিশ্বের শীর্ষ গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোর একটি এই হরমুজ প্রণালী। প্রতিদিন এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে পৌঁছায় ২ কোটি ব্যারেল তেল এবং তার সমপরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। প্রতিদিন বিশ্বজুড়ে যত তেল এবং তরলীকৃত গ্যাস সরবরাহ হয়, তার এক পঞ্চমাংশই যায় এই হরমুজ প্রণালী দিয়ে। জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাজার পর্যবেক্ষক সংস্থা ভোরটেক্সা’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এই জলপথ দিয়ে পরিবহন করা হয়েছে ১ কোটি ৭৮ লাখ থেকে ২ কোটি ৮ লাখ পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।

জ্বালানি তেল উত্তোলন ও বিপননকারী দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যরাষ্ট্র সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক তাদের বেশিরভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার দেশগুলোতে পাঠায়। এই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহর।

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিশে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে।

মজলিশের সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহের বরাত দিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনা।

ইরনার প্রতিবেদনে মজলিশের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বক্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে। রোববার পার্লামেন্ট অধিবেশন চলার সময় আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিল সংক্রান্ত একটি বিল তৈরির প্রস্তাব দেন এমপিরা। সেই প্রস্তাবে সায় দিয়ে কালিবাফ বলেন, “এই আন্তর্জাতিক সংস্থা থেকে যত দিন আমরা পেশাদার আচরণের গ্যারান্টি না পাব, তত দিন সহযোগিতা চুক্তি স্থগিত রাখা উচিত।”

• যুদ্ধ শেষ করতে চেয়ে ইরানকে ইসরায়েলের বার্তা

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ এর খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ‘অপারেশন রাইজিং লায়নের’ মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরায়েলের।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

ইসরায়েলি এক কর্মকর্তা রোববার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, ‘‘এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের ওপর নয়, বরং ইরানের ওপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয়, তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে।’’

• সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

• তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবারের এই হামলায় আইআরজিসির সৈন্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, তেহরানে চলমান ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তরেও আঘাত হানা হয়েছে।

হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‌ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী বর্তমানে নজিরবিহীন শক্তির ব্যবহার করে তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু এবং দমনমূলক প্রতিষ্ঠানে আঘাত হানছে। দেশটির স্বেচ্ছাসেবী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী বাসিজের সদরদপ্তর, এভিন কারাগার, ইসরায়েলকে ধ্বংসের সময়গণনা করা ঘড়ি, বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তরসহ আরও কিছু সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেহরানের রাজনৈতিক বন্দিদের দীর্ঘদিন আটকে রাখার জন্য কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত এভিন কারাগারে ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে কোনও বন্দি হতাহত হননি বলে জানা গেছে। বন্দিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

• তেহরানে ‘অযৌক্তিক আগ্রাসন’ চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: পুতিন

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৈঠকে তেহরানে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘‘বিনা উসকানির আগ্রাসন’’ বলে আখ্যায়িত করেছেন পুতিন।

• ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালানোর কথা জানিয়েছে। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

সোমবার (২৩ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন (আইইসি) নিশ্চিত করেছে যে, একটি ক্ষেপণাস্ত্র ‌‘‘কৌশলগত অবকাঠামো স্থাপনার’’ কাছে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

• মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা লড়বো— লড়বো নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ কোরো না।”

• ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার বিরুদ্ধে রোববার যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এদিন লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা। বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেন, এই হামলা বড় পরিসরের যুদ্ধের সূচনা করতে পারে এবং দেশের ভেতরে চলমান সংকট থেকে নজর ঘুরিয়ে দিচ্ছে।

সিএনএন বলছে, লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে ফেডারেল বিল্ডিংয়ের সামনে জড়ো হয়ে “ইরান থেকে হাত সরাও”, “যুদ্ধ নয়, চাই চাকরি ও শিক্ষা” স্লোগানে সরব হন অনেকেই। অনেক বিক্ষোভকারীই ইরানি বংশোদ্ভূত আমেরিকান। এক তরুণ সিএনএনকে বলেন, “আমার পরিবার ইরানে আছে। তাদের শহর বোমাবর্ষণের শিকার হচ্ছে, তাই এটা আমার জন্য ব্যক্তিগত চিন্তার বিষয়।”

নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ হয়েছে। মিডটাউনে শতাধিক মানুষ মিছিল করেন “হ্যান্ডস অব ইরান” ও “মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়” লেখা প্ল্যাকার্ড হাতে। আয়োজক ইভেট ফেলারকা বলেন, “এভাবে চলতে থাকলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যার ফলাফল হতে পারে পারমাণবিক ধ্বংসযজ্ঞ।”

• ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে বেড়ে গেল তেলের দাম

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়।

পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন ওই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে, তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলেছে এবং এর সঙ্গে সঙ্গে তেলের বাজারে দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব। ব্রেন্ট ক্রুড নামে পরিচিত আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম শুরুর লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম ৭৯ মার্কিন ডলারের ওপরে উঠে গেছে।

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়। মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

• ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ায় পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায়।

রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ইরানে পরমাণু স্থাপনাগুলোতে হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন আগেই পরিষ্কার করে বলেছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না, কারণ তারা ইতোমধ্যেই ইউক্রেনে নিজস্ব সামরিক অভিযান চালাচ্ছে। তার মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে। সাম্প্রতিক সংঘর্ষ শুরুর পরও রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তবে ইসরায়েল নিয়ে খুব সতর্ক ও সংযত ভাষায় কথা বলছে।

ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়: পেন্টাগন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয় বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি বলেন, এই অভিযানের উদ্দেশ্য কখনোই সরকার পতন ছিল না, এখনো না। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে মার্কিন বাহিনী ফোর্দো, নাতাঞ্জা ও ইসফাহান-এ অবস্থিত ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল ও পরিকল্পিত হামলা’ চালায়।

হেগসেথ বলেন, এই হামলা “যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা” এবং “আমাদের সেনাদের সুরক্ষা” নিশ্চিত করতেই চালানো হয়েছে। তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে”।

ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।

জেডি ভ্যান্স রোববার জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে”।

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান-এ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল সোয়া ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে সমর্থ হয়েছে। এখন এগুলো ভূপাতিতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসরায়েলের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের ৯ সেনা নিহত

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অন্তত ৯ সেনা নিহত হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২২ জুন) মধ্যাঞ্চলে হামলা চালায় দখলদাররা। এতে প্রাণ হারান এ সেনারা।

চীনের দারস্থ যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপের অনুরোধ

তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া অন্যান্য দেশের ওপরও এর প্রভাব পড়বে।

• ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়ন দেওয়ার পরদিনই ইরানে হামলার নিন্দা পাকিস্তানের

পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরদিনই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

একদিন আগে ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবে বলে ঘোষণা দেয়। এর পরদিন অর্থাৎ রোববার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর হামলার কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রোববার পাকিস্তান বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের বোমা হামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরান-ইসরায়েল সঙ্কটের সমাধানের একমাত্র পথ কূটনীতি।

• ইরানের সামনে কী কী বিকল্প আছে?

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর এখন তেহরানের সামনে পাল্টা পদক্ষেপমূলক কী কী আছে, সেই নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধে কঠোর কোনও পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।

সমকালীন যুদ্ধনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাঁ-মার্ক রিকলি বলেন, ইরানের সামনে সম্ভাব্য ‘প্রতিক্রিয়ার একটি বিস্তৃত পরিসর’ আছে। তিনি বলেন, প্রথম বিকল্প হলো কোনো প্রতিক্রিয়া না দেখানো—যা তিনি মনে করেন ‘ইরানের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ অবস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকর’ হবে। দ্বিতীয় বিকল্প হতে পারে, যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সম্পদের ওপর পাল্টা আঘাত হানা।

• হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাসের এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই পরিবহন করা হয় ইরানের উপকূল লাগোয়া বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায়। হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির যোগান ব্যাহত হতে পারে। আর এর প্রভাব পড়বে বিশ্ববাজারে। ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধজাহাজগুলোর পারস্য উপসাগর থেকে বের হওয়া কঠিন হতে পারে।

রোববার বিকেলের দিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি দেশটির বার্তা সংস্থা ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেছেন, ‌‌হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি আমাদের অ্যাজেন্ডায় রয়েছে এবং প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে।

• যেভাবে ইরানে ‌‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালায় যুক্তরাষ্ট্র

‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

রোববার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা ছিল পরিকল্পিত এবং সেনাবাহিনীর বিভিন্ন পক্ষ এই হামলা পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে। জেনারেল কেইন বলেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে এই অভিযান বাস্তবায়ন করা হয়।

শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করা বি-২ স্টিলথ বোমারু বিমানের একটি বহর পশ্চিম দিকে গিয়েছিল। আর বাকি বিমান নীরবে পূর্ব দিকে এগিয়ে যায়। ১৮ ঘণ্টার ফ্লাইট চালিয়ে ইরানে ঢুকে পারমাণবিক স্থাপনাগুলোতে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই হামলা চালায় এসব বিমান।

তিনি বলেন, যুদ্ধবিমান আঘাত হানার আগে একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ভূপৃষ্ঠে অবস্থিত অবকাঠামো লক্ষ্য করে দুই ডজনেরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

জেনারেল কেইন বলেন, বি-২ স্টিলথ বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশের সময় মার্কিন বাহিনী বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল ভুয়া বিমানের ব্যবহার। চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো প্রথমে আকাশপথে সামনে এগিয়ে ইরানের যুদ্ধবিমান ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়।

• ইরানে মার্কিন হামলায় কোন দেশ কী বলছে?

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নজিরবিহীন হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে রাশিয়া-চীনসহ অন্যান্যরা অভিযোগ করলেও ইউরোপের কিছু দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে সমর্থন জানিয়েছে।

এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‌‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। অন্যদিকে, ওমান—যেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে, তারা এই হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছে মিসর। দেশটি বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের যেকোনও লঙ্ঘনের নিন্দা জানায় মিসর। বিশেষ করে যেকোনও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়েছে দেশটি। ওই অঞ্চলের বিপদ আরও সংঘাত ও উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিসর।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সব দেশ বিবেচনা ও সংযম প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।

• ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাল চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরানে মার্কিন হামলা এবং আইএইএর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।” বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।’’

চীন সব পক্ষ—বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বেইজিং বলেছে, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’’

• ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো।

রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেকোনও যুক্তিই দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।’’ বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি ‘‘অত্যন্ত’’ বাড়িয়ে দিয়েছে।

রুশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপিআর) নেতা লিওনিদ স্লুটস্কি বলেছেন, এই হামলার কোনও সামরিক কারণ ছিল না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এর কোনও বৈধতা নেই।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান লিওনিদ বলেন, এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন জানে, তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

• ইসরায়েলে চতুর্থ প্রজন্মের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় ইরান খায়বার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। কিছুক্ষণ আগে ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরা হল : খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত। এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররামশাহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন।

২০০০ কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি।

• ইরান এখন কীভাবে জবাব দেবে?

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে দাঁড়িয়ে রোববার সকালে যখন বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি শুরুতেই হিব্রু ভাষায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়ে নাটকীয় কোনও বর্ণনা দেশের জনগণের উদ্দেশে দেননি তিনি। বরং এর পরিবর্তে সরাসরি ইংরেজিতে বক্তব্য দেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। আর তার এই প্রশংসার নেপথ্য কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা।

নেতানিয়াহুর কণ্ঠে বিজয়ের সুর এবং চাপা হাসি অপ্রত্যাশিত নয়। কারণ তার রাজনৈতিক জীবনের বড় একটি অংশজুড়েই ছিল ইরানকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে তুলে ধরা। গত ১৫ বছর ধরে তার মার্কিন মিত্রকে বোঝানোর চেষ্টা করে আসছেন যে, কেবল সামরিক হামলাই (এবং শুধু মার্কিন অস্ত্র দিয়েই) ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব।

‘ইতিহাস বদলে দেওয়ার’ মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু নিজেকেও অভিনন্দন জানাতে পারেন। কারণ তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মনোভাব বদলাতে সক্ষম হয়েছেন, যিনি নির্বাচনী প্রচারণার সময় বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তার সমর্থকদের বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পক্ষে ছিলেন না।

তবে ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিংবা আদৌ সে সিদ্ধান্ত নিয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলের মূল্যায়নকে গুরুত্ব দেয়নি ট্রাম্পের নিজের গোয়েন্দা সংস্থাগুলো। গত দশ দিন আগে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী বার বার দাবি করেছে, ইরানি হুমকি মোকাবিলার সক্ষমতা তাদের নিজেদেরেই রয়েছে।

• একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান।

এসব বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

নিউইয়র্ক টাইমস বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা বি-২ বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় ৩৭ ঘণ্টা ধরে অবিরাম উড়েছিল এবং আকাশে থাকা অবস্থায়ই বেশ কয়েকবার জ্বালানি নেয়।

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলজুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ। হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ।

এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরই জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন হামলার জবাবে পাল্টা হুংকার ইরানের, আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে, “এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনাসদস্য (হামলার) বৈধ টার্গেট।”

এই মন্তব্যের কয়েক দিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ার করে বলেছিলেন, “যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল-ইরান সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ে, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা কখনোই পূরণ করা সম্ভব হবে না।”

এদিকে ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ ঘোষণা করেছে।

ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েলের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগমন ও বহির্গমন উভয়ের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

ইরানের জন্য অপেক্ষা করছে বড় ট্র্যাজেডি, হুঁশিয়ারি ট্রাম্পের

শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।” তিনি বলেন, “মনে রাখবেন, আমাদের সামনে এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি রেখেছি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন— ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে— সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি এ মন্তব্য করেন। এছাড়া ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইসরায়েলি জনগণের উদ্দেশে হিব্রু ভাষায় এক ভিডিওবার্তা দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, এই মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

তিনি বলেন, গত ১৩ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণ করে ফেলেছে। নেতানিয়াহু বলেন, “অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম— ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি।”

ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে: ট্রাম্প

ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে। তা না হলে ভবিষ্যতের হামলা আরও বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে “ব্যাপক নির্ভুল হামলা” চালিয়েছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাস-সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানো”। ট্রাম্প বলেন, “আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি— এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান।”

ইরানের ফোর্দোতে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম ফক্স নিউজের এক উপস্থাপকের বরাত দিয়ে রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটি জানিয়েছেন, তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে।

ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে এ তথ্য জানান। তিনি সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

নেতানিয়াহু থাকবে না, ইরান থাকবে : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একদিন থাকবেন না। কিন্তু ইরান ঠিকই থাকবে। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে এমন কথা বলেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র।

‘বিশাল’ ড্রোন হামলা ইরানের, যাচ্ছে ইসরায়েলের দিকে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইরান। যেগুলো ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে। ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) শনিবার মধ্যরাতে ড্রোন হামলার ঘোষণা দেয়। বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, “অ্যাটাক ও সুইসাইড ড্রোনের বিশাল একটি ঢেউ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকে কয়েক ঘণ্টা ধরে এগিয়ে চলছে। এগুলো যাচ্ছে অধিকৃত ভূমির উত্তর থেকে দক্ষিণ সবদিকে।“

নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়

ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা ও এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়া নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ভান্স অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে আনছে।

ইরানে দ্রুত হামলা করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

ইরানের ভূগর্ভস্থ ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, দুই সপ্তাহের সময় শেষ হওয়ার আগেই যেন তারা হামলা চালায়। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের গত বৃহস্পতিবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না। এছাড়া বেসামরিক কাজের জন্য যেসব কার্যক্রম আছে সেগুলোও অব্যাহত রাখা হবে। বেসামরিক পারমাণবিক কার্যক্রমকে ইরানের অধিকার হিসেবে অভিহিত করেছেন তিনি।

ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ-বিমানে হামলার হুমকি ইরানের

কোনো দেশ যদি জাহাজ অথবা বিমানে করে দখলদার ইসরায়েলে সামরিক পণ্য পাঠায় তাহলে সেগুলোতে হামলা চালানো হবে হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সদরদপ্তরের এক মুখপাত্র শনিবার (২১ জুন) এ হুমকি দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা তাসনিম নিউজ।

ইসরায়েলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজকে কারমানশাহের প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, শনিবার (২১ জুন) প্রদেশের কাসের-ই-শিরিনের নাফতাশহর গ্রামে হামলা চালায় দখলদাররা। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন বোমারু বি-২ এর নড়াচড়া, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে?

মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের গুয়ামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান। মাটির ২৬২ ফুট নিচে থাকা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রতে হামলা চালাতে সক্ষম এ বিমানের নড়াচড়া শুরুর পরই হামলার শঙ্কা গভীর হয়েছে। এই বিমানটি ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা বহন করতে পারে। ইরানের ওই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে এমন বা এরচেয়েও শক্তিশালী বোমা দরকার।

নিজে নিহত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হলে পরবর্তীতে কে সুপ্রিম নেতা হবেন সেটি মোটামুটি ঠিক করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনি তিনজন ব্যক্তির নামের একটি তালিকা দিয়েছেন। নির্দেশনা দিয়েছেন, যদি তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারান তাহলে এ তিনজন থেকে যে কোনো একজনকে যেন পরবর্তী সুপ্রিম নেতা বানানো হয়।

• গুয়াম ঘাঁটিতে যাচ্ছে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমান

প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান। শনিবার গুয়ামের দিকে মার্কিন এই বিমানের অগ্রসর হওয়ার তথ্য দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার প্রস্তুতি হিসেবে এই যুদ্ধবিমান গুয়ামে সরিয়ে নিচ্ছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বলছে, মিসৌরির জনসন কাউন্টিতে অবস্থিত হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে দেশটির বিমান বাহিনীর অন্তত ২ থেকে ৪টি বি-২ স্টিলথ বোমারু বিমান ও ৬টি রিফুয়েলিং বিমান গুয়ামের নৌ ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে এসব বিমান ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের দিকে অগ্রসর হবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়। ব্রিটিশ মালিকানাধীন এই দ্বীপটি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়; যা ইরান থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

• এরপরও কীভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করব, প্রশ্ন আরাগচির

পরমাণু প্রকল্প কিংবা শান্তি সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আর আস্থা রাখতে পারছে না ইরান। কারণ তেহরানের সন্দেহ— ইসরায়েল যা করছে, তার সামনে একটি ‘ঢাল’ তৈরির জন্যই ইরানকে শান্তি সংলাপে ডাকছে যুক্তরাষ্ট্র।

ইরানের এই অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, “আমাদের সন্দেহ হচ্ছে যে ইসরায়েল যা করছে, তাকে আড়াল দেওয়া বা তার সমানে একটি ঢাল তৈরি করাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। এ কারণেই তারা আমাদের সংলাপে আসার আহ্বান জানাচ্ছে।”

“আমরা জানি না যে এর পরও কীভাবে যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করব।”

• ইরানের আকাশসীমা বন্ধ থাকার পরও কীভাবে বিদেশ গেলেন আরাঘচি?

আকাশসীমা বন্ধ থাকার পরও রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে জেনেভা ভ্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যেখানে তিনি তিনটি ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন।

ইসরায়েলি আক্রমণ এবং ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এটিই প্রথমবারের মতো তার ইরানের বাইরে যাওয়ার ঘটনা। সংঘাত শুরুর পর আরাঘচি কীভাবে ইরান ত্যাগ করেছিলেন তা ঘোষণা করা হয়নি। তাই প্রশ্ন উঠেছে, ইরানের আকাশসীমা বন্ধ থাকার পরও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের বাইরে এই মিশনে গেলেন?

ইরানের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত দেশটির সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত যা বাস্তবায়নের জন্য দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থাকে জানানো হয়। বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ থাকলেও প্রয়োজন ও ধরনের ভিত্তিতে ট্রানজিট, অবতরণ, ওভারফ্লাইট বা অন্য যেকোনো ধরনের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে দেশগুলো।

ইসরায়েলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আইএএফের ছোড়া ড্রোনের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত ওই পরমাণু বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই কামশেহ।

এক বিবৃতিতে তেহরানের শরিফ ইউনিভার্সিটি নিশ্চিত করেছে এ তথ্য। কামশেহ ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তেহরানে যে অ্যাপার্টমেন্ট ভবনে তিনি থাকতেন, সেটি লক্ষ্য করে গত বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলাতেই সস্ত্রীক প্রাণ হারিয়েছেন কামশেহ। তার স্ত্রীর নাম মানসৌরিয়েহ হাজিসালেম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই অ্যাপার্টমেন্ট ভবনের ছবিও পোস্ট করা হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানে আইএএফ বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের সামরিক বাহনীর বেশ কয়েক জন জ্যেষ্ঠ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। বিবিসির তথ্য অনুযায়ী, গত আট দিনে কামশেহসহ মোট ১০ জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত ৪০টি ড্রোন।

এসব ড্রোনের ৯৯ শতাংশকে অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।

শুক্রবার এক বিবৃতিতে আইএএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশ অর্থাৎ ৪৭০টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি।”

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন।

শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।

• দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণপশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকালের দিকে এক ঘণ্টায় অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকালে ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে।

ইরানের ইস্ফাহানে সেন্ট্রিফিউজ কারখানায় হামলা ইসরায়েলের

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করেছেন আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই।

শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, “ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দু’টি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।”

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল : এরদোয়ান

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলন শুরু হয়েছে। সেখানে সংস্থার সদস্যরাষ্ট্র তুরস্কের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন এরদোয়ান।

নিজ বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোয়ান বলেন, “ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভন্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।”

• ইরানের কৌশলে বদল, ছুড়ছে আরও উন্নত ক্ষেপণাস্ত্র, ব্যর্থ থাড-আয়রন ডোমও

ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না। বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অজ্ঞাত ওই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

গত কয়েক দিন ধরে ইসরায়েল বলে আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনও উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত ৫০ শতাংশ ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানের আরও ২ কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন।

এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রথম জনের নাম আমিন পৌর যোধি এবং দ্বিতীয় জনের নাম বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিডেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।

শুক্রবার রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান অভিযান চালিয়েছে আইএএফ। এ অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

• ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত, জানাল ইরান

গত সপ্তাহে সংঘাতের শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো।

বছরখানেক আগে থেকেই ইরানে হামলার প্রস্তুতি নেয় ইসরায়েল

ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তারা ইরানের ওপর হামলার জন্য “বছরখানেক আগে থেকেই” প্রস্তুতি নিচ্ছিলেন।

সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতোটা সম্ভব গোপন রাখা হয়েছে।

জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন, এই অভিযান সম্ভব হয়েছে “অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে”। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারতো।

পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে ইরান, ধ্বংস করা কঠিন

ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে। এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন— এমনটাই দাবি করেছে মার্কিনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)।

আইএসডব্লিউ ও সিটিপি’র সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

এই কৌশলের উদ্দেশ্য কী— তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে, “সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে।”

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

ভুলবশত ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করেন তিনি। এর পরক্ষণেই তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। ডরোথি শে বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে”। পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন।

ডরোথি শে পরবর্তীতে বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না : পুতিন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার জাতীয় গোয়েন্দা প্রধান ভুল বলেছেন। কারণ এর আগে তিনি (গোয়েন্দা প্রধান) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না।

এর আগে এই সপ্তাহে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন।

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে: ইসরায়েল

জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

গিদেওন সার বলেন, “আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি”। তিনি আরও জানান, ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই।

তার দাবি, “এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।”

অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ইরান ও ইসরায়েল থেকে গণহারে পালাচ্ছে মার্কিন নাগরিকরা

ইসরায়েল-ইরান সংঘাত তীব্র আকার ধারণ করায় গত এক সপ্তাহে শত শত মার্কিন নাগরিক ইরান থেকে স্থলপথে দেশ ছাড়ছেন, এমন তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন বার্তায়।

গোপন ওই বার্তাটি বার্তাসংস্থা রয়টার্স হাতে পেয়েছে এবং দেখেছে। ওই বার্তায় বলা হয়েছে, যদিও বেশিরভাগ মার্কিন নাগরিক নির্বিঘ্নেই ইরান ত্যাগ করতে পেরেছেন, তবে অনেকেই হয়রানি ও বিলম্বের সম্মুখীন হয়েছেন।

একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে, দুজন মার্কিন নাগরিককে ইরান ছাড়ার সময় আটক করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুক্রবার অন্তত ৭৯ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে, বলে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক অভ্যন্তরীণ স্মারকের বরাত দিয়ে জানিয়েছে।

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় আরব পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছে আরব লীগ। গোষ্ঠীটি বলেছে, এই ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।”

জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। এই শহরেই ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া।

তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে, তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই চারটি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না।”

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, “ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ন করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে।”

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস।

এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।

তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে— এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।”

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা “শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।

ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা বাতিল করল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ইউরোপীয় দেশগুলো (যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন) তাকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে।

তবে আরাগচি স্পষ্ট করে জানান, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনও কূটনৈতিক আলোচনা করব না।”

তিনি দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হবে না।”

ইরানের হামলার পর ইসরায়েলে চারতলা ভবনে আগুন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোরে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান। প্রথমে ইসরায়েলি সংবাদমাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে। এরমধ্যে তেলআবিবের চারতলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়।

ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে। তারা সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থেকে বলেছে। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে। ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই : ট্রাম্প

ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “সত্যি ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়ত ফোর্দোর ছোট একটি ধ্বংস ক্ষতিগ্রস্ত করতে পারবে। কিন্তু তারা অনেক নিচে যেতে পারবে না। তাদের সক্ষমতা নেই। তবে এটির প্রয়োজনীয়তা সম্ভবত হবে না।” এদিকে ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি ধ্বংস করতে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমার প্রয়োজন হবে। যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। যদিও মার্কিনিদের কাছে থাকা ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টারও এই কেন্দ্রটি ধ্বংস করতে পারবে কি না সেটি নিয়ে সন্দেহ আছে।

ইরানে ব্যাপক হামলা চালানোর দাবি ইসরায়েলের

ইরানে নতুন করে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২০ জুন) রাতে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, নতুন হামলায় অংশ নিয়েছিল ১৫টি যুদ্ধবিমান। এতে ৩০টি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। দখলদাররা দাবি করেছে, ইরানের ‘মিসাইল ছোড়ার কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে নিজ গোয়েন্দাদের তথ্যকে ‘ভুল’ বললেন ট্রাম্প

ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না— গত এপ্রিলে সিনেটে এক শুনানিতে এমন কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলশি গ্যাবার্ড। তিনি অন্যান্য গোয়েন্দাদের তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২০ এপ্রিল) সাংবাদিকদের বলেছেন, গোয়েন্দা প্রধানের সেই মূল্যায়ন ছিল ‘ভুল’।

ইসরায়েল জিতছে, তাদের হামলা বন্ধ করতে বলা কঠিন হবে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল জয় পাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) নিউজার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ওই সময় তিনি মন্তব্য করেন, ইসরায়েল যেহেতু জয় পাচ্ছে তাই তাদের এ মুহূর্তে হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন হবে।

শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন নিহত

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২০ জুন) উপত্যকাটিতে আরও ৮২ জন নিহত হয়েছেন। এরমধ্যে মধ্য গাজায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। তাদের ২৩ জন ত্রাণ আনতে গিয়ে দখলদারদের হাতে নিহত হয়েছেন। গাজা সিটিতে নিহত হয়েছেন আরও ২৩ জন। আর দক্ষিণ গাজায়প্রাণ গেছে ২২ জনের। যারমধ্যে ১১ জন ত্রাণ আনতে গিয়েছিলেন।

‘ইসরায়েলের বিচার করে’ কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবারের (২০ জুন) এ বৈঠকের পর ইরান জানিয়েছে, দখলদারদের হামলা চলাকালীন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। এছাড়া আলোচনায় বসার আগে ‘জঘন্য’ হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হবে।

•ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। রাজধানী তেহরানের বাসিন্দারাও ভূমিকম্পটি টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এই দখলদার বলেন, “ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।” তিনি আরও বলেছেন, “আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।”

• অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?

বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা হাতেগোনা কয়েকটি। এই যেমন—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও তারা কখনই তা স্বীকার কিংবা অস্বীকার করেনি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কিছু দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারলে অন্যরা পারবে না কেন?

এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ১৯৬৮ সালের এক চুক্তিতে; যার নাম পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)। এই চুক্তি অনুযায়ী, যেকোনও দেশ কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। কিন্তু যেসব দেশের কাছে আগে থেকেই পরমাণু অস্ত্র আছে, তাদের বাইরে আর কোনও দেশ নতুন করে এই অস্ত্রের মালিক হতে পারবে না।

• ইরানের ক্ষেপণাস্ত্র আসছে আতঙ্কে হার্ট অ্যাটাকে ইসরায়েলে নারী নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলের কারমিয়েল শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক নারী। শুক্রবারের এই হামলায় ইসরায়েলে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দুই ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় ইরানি হামলার বিষয়ে সাইরেন বাজিয়ে দেশজুড়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ মুহূর্তে সাইরেনের শব্দ শুনে উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের আশ্রয় কেন্দ্রে আতঙ্কিত এক নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন।

মেগান ডেভিড অ্যাডম বলেছে, ৫১ বছর বয়সী ওই নারী সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি।

ইসরায়েলি এই জরুরি সেবা সংস্থা বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে আরও ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে; যার পুরো শরীরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছে। এছাড়া ৫৪ ও ৪০ বয়সী দুই ব্যক্তি তাদের শরীরের নিচের অংশে গুরুতর জখম হয়েছেন।

• ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবির পরিচালিত ইয়াং জার্নালিস্টস ক্লাব এই তথ্য জানিয়েছে।

ইয়াং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে ইরানি সামরিক বাহিনী। এই শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসরায়েলের এই হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের সর্বশেষ দফায় চালানো হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

• একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : ইসরায়েল

হামলা-পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

• ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ শুরু করেছে প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

• ইরানে নতুন করে হামলা করছে ইসরায়েল

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

• ইসরায়েলের বিরুদ্ধে ইরানে হাজার হাজার মানুষের বিক্ষোভ

সাপ্তাহিক জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ইরানের ক্ষমতাসীন সরকার ও নেতাদের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, ‘‘আজকের শুক্রবার ইরানি জাতির ঐক্য ও প্রতিরোধের দিন।’’

প্রচারিত ভিডিওতে বিক্ষোভকারীদের হাতে ১৩ জুন ইসরায়েলের হামলায় নিহত বিভিন্ন কমান্ডারের ছবি দেখা যায়। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকাও উড়াচ্ছিলেন।

এক সপ্তাহ ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসপাতালে ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেছেন, এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।

• ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয় ডেকে আনবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র কৌশলগত পারমাণব্কি অস্ত্র ব্যবহার করতে পারে বলে গত কয়েক দিন ধরে গণমাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমের এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন পেসকভ। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করলেও কোনও সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজে প্রচলিত বোমা কার্যকর হবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের ব্রিফ করা হয়েছে। ওই স্থাপনা ধ্বংস করতে হলে প্রথমে প্রচলিত বোমা দিয়ে হামলা চালাতে হবে এবং তারপর বি-২ বোমারু বিমান থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ফেলতে হবে।

• ইরানে দূতাবাস বন্ধ করেছে ৬ দেশ

সংঘাত পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ৬টি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশগুলো। গতকাল বৃহস্পতিবার প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন— তাদের সবাইকে ফেরত আনা হবে; তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ হবে এই সংঘাতে অস্ট্রেলিয়ার অবস্থান ও বক্তব্য তুলে ধরা।

উওং আরও বলেছিলেন, এই দূতাবাস বন্ধ সাময়িক। পরিস্থিতি শান্ত হলে ফের দূতাবাস খুলে দেওয়া হবে।

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের সরানোর হিড়িক বিভিন্ন দেশের

সংঘাত কবলিত ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। এই তৎপরতা বা ব্যস্ততার বড় কারণ— ইরান-ইসরায়েল উভয়েই নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ১ হাজার ৫০০ এবং ইসরায়েল থেকে ১ হাজার ২০০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত তাদেরকে সবাইকে সাইপ্রাসে রাখা হবে।

চীন এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ৬০০ জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আপাতত এই নাগরিকদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং ইরাকে রাখা হবে।

ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যারা যোগাযোগ করেছেন, তাদেরকে আপাতত আর্মেনিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে, তারপর সেখান থেকে ভারতগামী ফ্লাইট ধরবেন তারা।

নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে দু’টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এই বিমান দু’টি আপাতত আফ্রিকার দেশ জিবুতিতে অবস্থান করবে। তারপর সেখান থেকে ইরান এবং ইসরায়েলে গিয়ে জাপানি নাগরিকদের তুলে নেবে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে প্রায় ১ হাজার এবং ইরানে ২৮০ জন জাপানি অবস্থান করছেন।

ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। আইএএফের ৫০টিরও বেশি যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়েছিল। সেই অভিযানে ধ্বংস করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো। একই অভিযানে নিহত হয়েছেন ওই কমান্ডারও।”

সাইবার হামলার আশঙ্কায় দেশজুড়ে ইন্টাননেট বন্ধ রেখেছে ইরান

সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান। যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। গতকাল বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে ইরানে।

শুক্রবার বিবৃতিতে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধংস এবং ‘টার্গেটেড’ ব্যক্তিদের ট্র্যাক করার জন্য শত্রুপক্ষ সাইবার আর্মি গঠন করেছে।”

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মাইক্রোসফট অফিস, আহত ৭

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অন্তত ৭ জন সামান্য আহত হয়েছেন।

শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের হামলায় বিরশেবা সেন্ট্রাল রেলস্টেশন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইরানের রেড লাইনগুলো কী কী?

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশে কিছু রেড লাইন দিয়ে রেখেছে ইরান। অস্টেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবারজাদেহ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আকাবারজাদেহ বলেন, “ইরান পরিষ্কারভাবে বলেছে যে (পরমাণু প্রকল্প) ইস্যুতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুশি মনে সহযোগিতা করবে তারা। ইরান এটাও স্পষ্টভাবে বলেছে যে সামরিক বা অস্ত্র উৎপাদনের স্বার্থে নিজেদের পরমাণু প্রকল্পকে ব্যবহার করবে না তেহরান।”

দুটি হাসপাতালে বোমা হামলা, কেন শুধু একটি শিরোনাম হলো?

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া দুটি হৃদয়বিদারক ঘটনা বৈশ্বিক গণমাধ্যমের কাভারেজে এক অপ্রত্যাশিত বৈষম্য তুলে ধরেছে, যা অনেক ইরানিকে ক্ষুব্ধ করেছে।

একদিকে, ইসরায়েলের বিরশেবা শহরের একটি হাসপাতালে বোমা হামলার খবর দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।

অন্যদিকে, এর মাত্র তিন দিন আগে ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও একই ধরনের হামলা চালানো হয়েছিল, অথচ সেটি বিশ্বের নজরে আসেনি বললেই চলে।

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান : আইডিএফ

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। শুক্রবার স্থানীয় সময় ভোরবেলা থেকে এই নিক্ষেপ শুরু হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার সকালে এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর থেকে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতোমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে।”

 

সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে নতুন আতঙ্ক

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

বিয়েরশেবা পৌরসভার বরাত দিয়ে ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যম জানিয়েছে, এটি কোনো ভূপাতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে।

ফ্রান্স-জার্মানি-ব্রিটেন-ইইউ’র সঙ্গে বৈঠকে বসছে ইরান

নিজেদের পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

আজ শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এ বৈঠক। আব্বাস আরাগচির সঙ্গে এ বৈঠকে থাকবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারট, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাস।

ইরান পরমাণু বোমা তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইতোমধ্যে ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কমর্কর্তা, পরমাণু বিজ্ঞানী ও পরমাণু প্রকল্পের প্রধানসহ নিহত হয়েছেন ৬ শতাধিক মানুষ।

 

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলে আগুন, বিশাল ধোঁয়ার কুণ্ডলী

ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার পরবর্তী একটি ছবি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি খোলা এলাকায় বেশ খানিকটা জায়গা জুড়ে জ্বলছে আগুনের লেলিহান শিখা আর সেখান থেকে নির্গত বিশাল কালো ধোঁয়ার কুন্ডলিতে চারপাশ অস্পষ্ট। খোলা জায়গার আশপাশে কয়েকটি বহুতল ভবন দেখা গেছে। সেই ভবনগুলোর ম্যধ্যে একটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

এক্সে পোস্ট করা ছবিতে মাগেন ডেভিড অ্যাডমের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েলে রেড অ্যালার্ট সাইরেনের কয়েক মিনিটের মধ্যে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভার’ তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

এই তিন সামরিক স্থাপনার পাশাপাশি একটি বেসমামরিক হাসপাতালেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে আহত হয়েছেন অন্তত ১৩৭ জন।

নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান

নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। বৃহস্পতিবার আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।

এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি।

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক বিবৃতিতে তিনি জানান, “অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমরা ইরান ছাড়তে আগ্রহী অস্ট্রেলীয় নাগরিকদের সহযোগিতা করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর একথা জানানো হয়েছে। শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর মধ্যে বৈঠকের পর উভয় দেশ একমত হয়েছে যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

ল্যামি বৈঠক শেষে বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা “অত্যন্ত সংকটজনক” এবং তারা দীর্ঘমেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কীভাবে আনা যায়, সে বিষয়েও আলোচনা করেছেন।

‘ইরানের পর পাকিস্তান’— হুমকি সাবেক ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন।

সেখানে তিনি লেখেন: “ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি”। তিনি আরও লেখেন: “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।”

যদিও মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।

এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ করে কড়া বার্তা দেন।

তিনি বলেন, “আমাদের বার্তা খুবই পরিষ্কার— ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়”। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।

ইসরায়েলের চ্যানেল ১৪ অফিস খালি করতে বলল ইরান

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪–এর প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান। গত এক সপ্তাহ ধরে ইহুদিবাদী এই দেশটির সঙ্গে ইরানের সংঘাত চলছে এবং এর মধ্যেই ইসরায়েলি এই চ্যানেলটি খালি করতে হুঁশিয়ারি দিলো তেহরান।

মূলত এর কয়েকদিন আগেই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি–এর ভবনে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি স্ক্রিনশট অনুযায়ী, ইসরায়েলের চ্যানেল ১৪-এর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে— এই সম্প্রচারমাধ্যম সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং এটি ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ হামলার লক্ষ্য হিসেবে বিবেচিত।

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকজনের ওপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়।

এরপর ভিডিওতে দেখানো হয়, ইসরায়েলের ওপর ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মানুষজন আনন্দ উদযাপন করছে এবং সেই হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— “এমন ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে।”

ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উসকে দিতেই প্রকাশ করা হয়েছে।

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

ইসরায়েলের তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নরওয়েজীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক ইমেইল বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা আজ রাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি”। তবে বিস্ফোরণের কারণ কী, তা স্পষ্ট করা হয়নি।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি কিছু সময় আগে রাষ্ট্রদূত পের এগিল সেলভোগের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্পের দুই সপ্তাহের সময়সীমা হতে পারে কৌশল বা ছল

আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এখনও দুই সপ্তাহের ঘোষিত সময়সীমার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন।

বিশারা বলেন, “তিনি (ট্রাম্প) এই সময়সীমাকে হয়তো একটা কৌশল বা ছল হিসেবে ব্যবহার করছেন, যাতে তার আসল পরিকল্পনা আড়াল থাকে এবং তিনি হয়তো আগামীকালই সেই হামলা চালাতে পারেন।”

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা শুরু করার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন।

‘ইরানের পাশে আছি’ — বললেন হিজবুল্লাহ প্রধান

ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম।

একটি দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন, তা শুধু ইরানেরই নয়, বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন।

হিজবুল্লাহ মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, কিন্তু চলমান সংঘাতে তারা এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি। গত বছরের ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর সংগঠনটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে, ফলে তারা এখনো লেবানন সীমান্তেও সক্রিয় হয়নি।

ট্রাম্পের ওপর আস্থা রাখুন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উদ্দেশে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখুন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার নেতৃত্বে আমেরিকা ‘শক্তির মাধ্যমে শান্তি’ অর্জন করেছিল, যা বিশ্বকে নিরাপদ রেখেছিল।”

তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে, যদিও ট্রাম্প কেন এখনো মনে করছেন যে আলোচনার একটা “গুরুত্বপূর্ণ সম্ভাবনা” রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইরানে শাসনব্যবস্থা বা সরকার পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হলে লেভিট বলেন, প্রেসিডেন্টের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো— ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

দুই সপ্তাহের সময়সীমা দেওয়া ট্রাম্পের পুরোনো অভ্যাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাবেন কি না—সেই সিদ্ধান্ত “আগামী দুই সপ্তাহের মধ্যে” নেবেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, এই “দুই সপ্তাহ” টাইমলাইনটি ট্রাম্পের খুব পরিচিত কৌশল, যেটা তিনি আগেও বহুবার ব্যবহার করেছেন—তবে বাস্তবায়ন করেননি।

উদাহরণস্বরূপ বলা যায়, প্রায় সাড়ে তিন সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে যুদ্ধ থামানোর সদিচ্ছা না দেখায়, তাহলে দুই সপ্তাহের মধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এখনও সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

আর গত এক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ (শুল্ক) কাঠামো নিয়ে আমদানি-রপ্তানিকারকদের চিঠি পাঠানো হবে দুই সপ্তাহের মধ্যে। এর আগে গত মে মাসে আবার বলেছিলেন, নতুন আমদানি শুল্ক ব্যবস্থা “দুই থেকে তিন সপ্তাহের মধ্যে” কার্যকর হবে—তবে সময় পেরিয়ে গেলেও তেমন কিছু হয়নি।

এমনকি ২০২০ সালেও তিনি বলেছিলেন “সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পরিকল্পনা” প্রকাশ করবেন দুই সপ্তাহের মধ্যে। বাস্তবে কোনো পরিকল্পনা প্রকাশ হয়নি। এই “দুই সপ্তাহের” সময়সীমা ট্রাম্পের প্রশাসনের প্রথম মেয়াদেও বহুবার দেখা গেছে— যেমন পরিকাঠামো উন্নয়ন, কর সংস্কার, বা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত নানা নীতির ক্ষেত্রে।

যুদ্ধে অংশগ্রহণ নিয়ে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা— সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটা বাস্তব সুযোগ সামনে আছে কি না— এই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কিনা।”

লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিয়ে থাকেন, “তবে প্রয়োজনে শক্তি ব্যবহারে তিনি দ্বিধা করেন না”। এসময় ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেন, “ইরান এর আগে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির এতো কাছে আসেনি এবং এটা বাস্তবতা।”

ইরানে সরকার পতন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’: নেতানিয়াহু

ইরানে সরকার পরিবর্তন বা সরকার পতন ইসরায়েলের আনুষ্ঠানিক বা ঘোষিত কোনও লক্ষ্য নয়। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, এটা ইরানের নাগরিকদের বিষয়।

বৃহস্পতিবার ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইরানি সরকারের পরিবর্তন বা পতন মূলত ইরানবাসীর বিষয়। এর কোনও বিকল্প নেই।”

তবে নেতানিয়াহু স্বীকার করেন, “ইসরায়েলের আক্রমণের ফলে যদি সরকার পরিবর্তন ঘটে, তাহলে সেটি হতে পারে এক ধরনের পরিণতি। কিন্তু এটিকে আমরা আমাদের প্রকাশ্য বা আনুষ্ঠানিক লক্ষ্য হিসেবে ঘোষণা করিনি।”

ইরান থেকে নিজ দেশে চলে যাচ্ছেন হাজারো আফগান

ইরান থেকে নিজ দেশে চলে যাচ্ছেন হাজারো আফগান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরান সীমান্তবর্তী পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রতিদিন হাজারো মানুষ ইরান থেকে ফিরে আসছেন। বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কাবুলের ২৪ বছর বয়সী সাফিউল্লাহ, যিনি গত দুই মাস ধরে ইসফাহানে বসবাস করছেন এমন কয়েক ডজন আফগান নাগরিক যাদের ইরানে থাকার ভিসা থাকলেও যুদ্ধের পর আফগানিস্তানে পালিয়ে এসেছেন।

তিনি বলেন, “আমি আফগানিস্তানে ফিরে যাওয়ার জন্য টিকিট পেতে তিন দিন ধরে অপেক্ষা করেছি। এখন টিকিট পাওয়া অনেক কঠিন এবং দামও তিনগুণ বেড়েছে। পরিস্থিতি দেখে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুমকি ইরানের

দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিবৃতিতে বলেছে, “যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় না হচ্ছে ততক্ষণ শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত থাকবে।” ইরান জানিয়েছে, যুদ্ধের যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে।

•বৈঠকে বসছেন ট্রাম্প, ইরান নিয়ে আসতে পারে বড় ঘোষণা

নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ জুন) হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বৈঠকটি হবে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিরাপত্তা দলের সদস্যরা হোয়াইট হাউজে আসা শুরু করেছেন। যারমধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পেটে গেজসেথ, গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র্যাটক্লিফ এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ইতিমধ্যে হোয়াইট হাউজে এসে পৌঁছেছেন।

ইরানে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানের বিষয়ে আমার চিন্তা-ভাবনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের কোনও ধারণাও নেই। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন সামরিক বাহিনীর হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াবে এমন প্রত্যাশায় তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্পের সঙ্গে অবিশ্বাস্য অংশীদারিত্বের দাবি নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের এই অংশীদারিত্বকে ‌‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। ‘‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, দৃঢ় চিত্ত এবং স্পষ্টতা, যখন তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।’’

•যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর শঙ্কার মধ্যে পুতিন-শি জিনপিংয়ের ফোনালাপ

ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ও এতে যুক্তরাষ্ট্রের জড়ানোর শঙ্কার মধ্যে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

‘এটি আমেরিকার যুদ্ধ নয়’- বলল ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার শঙ্কাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে ছিল। কিন্তু তার আগেই নাশকতা চালিয়ে সুযাগটি নষ্ট করে দিয়েছে। গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে দখলদাররা হামলা চালায়। এরপর ইরান জানায়, দখলদারদের জবাব দেওয়ার আগে তারা আর কোনো আলোচনা করবে না।

• ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে ট্রাম্পের প্রতি স্টারমারের আহ্বান

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ আছে। ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্টারমার বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়। এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন। এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামীকাল শুক্রবার জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। তারা বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে। মিসাইল হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।

• ইরানের হামলায় হাজার হাজার ইসরায়েলি গৃহহীন

ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের হামলায় ইসরায়েলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে ও সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েক দিনে ইসরায়েলে ইরানের হামলায় তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারও মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় কমপক্ষে ৫ হাজার ১১০ জন মানুষ বর্তমানে গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেবল রাজধানী তেল আবিবেরই বাসিন্দা আছেন ৯০৭ জন।

• ‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

তবে তিনি বলেছেন, ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহুস্তরবিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য।

তিনি বলেছেন, ইসরায়েল তার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা চালানোর পরপরই তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়েছিল। ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে।

• সকালে ইরান কোন মিসাইল ব্যবহার করেছে, এখনো বুঝতে পারেনি ইসরায়েল

দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিসাইল হামলায় অন্তত ২৩০ জন আহত হয়েছেন। যারমধ্যে চারজনের অবস্থা গুরুতর। তবে আজকের হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি এখনো নিরূপণ করতে পারেনি দখলদাররা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহ করছে ইরানের আজকের ছোড়া মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল। অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল।

• মার্কিন বাঙ্কার বাস্টার বোমা কী ও কতটা ভয়ানক?

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কৌশলগত অস্ত্র ব্যবস্থায় অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে মনে করা হয় দেশটির বিমানবাহিনীর বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমানকে। মার্কিন এই বিমান উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। শক্ত কংক্রিট কিংবা মাটির ২০০ ফুটেরও বেশি গভীরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই বিমান।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত আছে। তিনি বলেন, গত শুক্রবার ইসরায়েল হামলা শুরু করার আগেই পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্টের চুক্তির আহ্বানে সাড়া দেওয়া উচিত ছিল ইরানের।

এদিকে, বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে। যদিও ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনও কিছু জানাননি তিনি। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন...

খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ জুন) বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টারে যান এই দখলদার। যেটি ইরানের মিসাইল হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, খামেনি এই হাসপাতালে হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। এ কারণে তাকে এখন তারা হত্যা করবেন।

মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তারা এ মিসাইলগুলো ছুড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

ইরান-ইসরায়েল সংঘাত থামাতে ইউরোপীয় উদ্যোগের পরিকল্পনা ম্যক্রোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে ইউরোপীয় উদ্যোগের পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু করেছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদ। সেখানে বলা হয়েছে, “ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে সংঘাত শুরু হয়েছে— তা আলোচনা ও সংলাপের ভিত্তিতে সমাধান করা সম্ভব। তিনি চাইছেন, ফ্রান্স এবং তার ঘনিষ্ঠ ইউরোপীয় অংশীদাররা এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় আসুক। ফ্রান্সের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ ইস্যুতে যোগাযোগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জেন-নায়েল ব্যারটকে দায়িত্ব দিয়েছেন তিনি।

ইরানি হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত

দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নতুন করে চালানো হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তেহরান। যেগুলোর বেশ কয়েকটি সরাসরি বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের এই হামলায় আজ একদিনে ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

বেয়ার শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসাপাতালে হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা বেয়ার শেভা-এর সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা এজন্য তেহরানকে এজন্য চড়া মূল্য দিতে বাধ্য করব।”

ইসরায়েলি হাসপাতালে নয়, কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

দখলদার ইসরায়েলের বিরসেবার হাসপাতাল ইরানি হামলায় কেঁপে উঠেছে। হাসপাতালটির কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান জানিয়েছে, হাসপাতালটিতে নয়, পাশে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর (আইডিএফ সি৪আই) লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তারা। যেটির প্রভাবে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর সাধারণ ইসরায়েলিদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। কিন্তু সংঘাতের ষষ্ঠ দিনে ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে।

ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির—স্থাপনা ধ্বংস হয়েছে। এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে আহত ৪৭

ইসরয়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ বৃহস্পতিবার ভোরবেলা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন অন্তত ৪৭ জন।

আহতদের মধ্যে অন্তত তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের অন্তত চার এলাকায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই চারটি এলাকার তিনটি ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত। অপরটি তেল আবিবের গুশ দান এলাকা।

 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৩০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনন্ত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বে’র শেভার সোরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্ হামলায় ছাদ ধসে আহত হওয়ার এ ঘটনা ঘটে। অন্যদিকে, এ হামলাকে ‘ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।

পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে যে প্রস্তাব দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে আগ্রহী মস্কো। ইতোমধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন বলেন, “তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং আমরা তেহরানকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি যে রাশিয়ার তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে। রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায়, সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুত বেসামসরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া। তবে অবশ্যই, তেহরান যদি চায়— কেবল তাহলেই এটা হতে পারে।”

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব : ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।”

এবার নিউইয়র্কে বিক্ষোভ

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছেন। টাইমস স্কয়ারের সামনেও মিছিল করেছেন। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সংশ্লিষ্টতা, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইরান-ইসরায়েল সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত রাখার দাবিতে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করছেন শত শত মানুষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি তাদের প্রাথমিক দাবি— এ সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না। এছাড়া ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা এবং ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা প্রদান বন্ধ করারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরসীমায় তিনটি যুদ্ধবিমান বহনকারী রণতরী বা এয়্যারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি— এই তিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমান, গোলাবারুদ আছে, সেসব যেন আত্মরক্ষা ব্যতীত আর কোনো কাজে ব্যবহার করা না হয়।

খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন

রাজনৈতিক ও বাণিজ্যিক মিত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে কোনো কথা চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণ এখনও দেশটির রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটতে পারে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, খামেনির পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামেনি ‘লুকিয়ে’ আছেন, কিন্তু ওয়াশিংটন ‘এখনই’ খামেনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না।

বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। সেখানে সাংবাদিকরা খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে পুতিন বলেন, “আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। একদমই চাই না।”

বৈশ্বিক তেল সরবরাহে হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?

ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির ফলে হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথ দিয়ে জাহাজ ও অপরিশোধিত তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ জলপথ।

এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ ইআইএ এই জলপথকে “বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোকপয়েন্ট” হিসেবে বর্ণনা করেছে।

এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ৩৩ কিলোমিটার বা ২১ মাইল চওড়া, যেখানে শিপিং লেন মাত্র দুই মাইল করে। তাই এটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেক দেশগুলোর তেল, যা সারা বিশ্বে ব্যবহৃত হয়, এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটিই দেখতে অপেক্ষা করছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন।

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান

ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত ইরান প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে।

এসব হামলার মধ্যে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে বলে তিনি সিএনএনকে জানান। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের উদ্দেশে সেজিল-২ নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে “ট্রু প্রমিজ ৩” অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল : ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” এবং দেশটি “অপরাধমূলক নীতি” অনুসরণ করছে— যেটিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে।

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসরায়েল একটি অপরাধমূলক নীতি অনুসরণ করছে এবং আমাদের এমন একটি রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, যার নেতৃত্বের কিছু অংশ অপরাধী।”

তিনি আরও বলেন, “ইসরায়েল চাইলেই যা খুশি তাই করছে— এটা তারা দশকের পর দশক ধরে করে আসছে। এটা নিছকই একটা অপরাধমূলক নীতি, যার কোনো ফলাফল নেই— দুঃখজনকভাবে, এতে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে।”

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসতে চলেছে।  এর আগে ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের “ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ” রয়েছে।

এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ করে জানায়। আর সেটিই সমর্থন করে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তাই দিচ্ছে না, বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনাতেও যুক্ত রয়েছে। তাই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা সেটা (ফোর্দো ধ্বংস) করতে পারি, কারণ কেবল আমরাই তা করতে সক্ষম। কিন্তু তার মানে এই নয় যে আমি সেটাই করব।”

তিনি আরও বলেন, “দেখা যাক কী হয়। সবাই আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করছে। কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নেইনি”। ট্রাম্প এদিন ফের দাবি করেন— ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র পেতে চলেছিল, যদিও তিনি এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

যদিও ইরান বারবারই বলছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। এছাড়া জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও (আইএইএ) বলেছে, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

ইসরায়েলকে সমর্থন করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ।

বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে, তার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”

ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যেই ভারত সরকার জানিয়েছে, ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনতে তারা ‘অপারেশন সিন্ধু’ নামে এক কর্মসূচি শুরু করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়াতে ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে।

মূলত ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আয়াতুল্লাহ খামেনিকে ‘গুড লাক’ বললেন ট্রাম্প

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘কখনোই আত্মসমর্পণ না করার’ মন্তব্যের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, “গুড লাক” বা শুভকামনা। বুধবার (১৮ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল-ইরান সংঘাত যখন দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত” হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা (ইরান) আত্মসমর্পণ না করে, তাহলে তাদের জন্য শুভকামনা।”

হঠাৎ ওমানে পৌঁছাল ইরানের দুই সরকারি উড়োজাহাজসহ ৩টি বিমান

আল জাজিরা কর্তৃক যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরানের সরকারের রেজিস্টারভুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে।

এছাড়া ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর আরেকটি বিমানও মাসকাটে নেমেছে বলে জানা গেছে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনো আনুষ্ঠানিক সফর বা উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

ওমান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে, বিশেষ করে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায়। ফলে, বর্তমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গোপন কূটনৈতিক উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।

• ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে নতুন করে মিসাইল ছোড়ে দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইল ভূপাতিতের চেষ্টা চালাবে। এছাড়া ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় তারা।

খামেনির বাড়িতে হামলার ‘গুজব’, অস্বীকার ইরানের

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এই খবর অস্বীকার করেছে ইরান। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এবারই প্রথমবারের মতো ইরানের কোনো সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার দাবি করা হচ্ছে। যদিও এটি সত্যতা নিশ্চিত করা হয়নি।

ট্রাম্পের আলোচনার দাবিকে মিথ্যা বলল ইরান, যুদ্ধবিরতির কথাও হচ্ছে না

ইরানিরা আলোচনা করার জন্য এখন হোয়াইট হাউজে আসার প্রস্তাবও দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি দুই সপ্তাহ আগে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাতো তাহলে এত মৃত্যু ও ধ্বংস হতো না। কিন্তু এখন ইরান হোয়াইট হাউজে এসে আলোচনা করতে চাইছে। ট্রাম্পের এ দাবি মিথ্যা বলে জানিয়েছে ইরান। এছাড়া ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে ওমানে আলোচনাকারীদের পাঠিয়েছে বলেও একটি খবর ছড়িয়েছে। এই খবরটিও মিথ্যা বলে জানিয়েছে তেহরান।

ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট। তাকে জিজ্ঞেস করা হয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে তিনি কি বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে।” গতকাল মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষবার কথা বলেন ট্রাম্প।

• ইরানে হামলা চালানো নিয়ে যা বললেন ট্রাম্প

দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৭ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করব কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”

“আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”— যোগ করেন ট্রাম্প

•ইরান-ইসরায়েল সংঘাতের দ্রুত অবসানের আহ্বান পুতিনের

ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় তিনি ইরান-ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। এছাড়া এই সংঘাতের দ্রুত অবসান চেয়েছেন তিনি। বুধবার (১৮ জুন) আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে পুতিনের কথা হয়। ওই সময় দুই প্রেসিডেন্টই এই সংঘাত নিয়ে ‘গভীর উদ্বেগ এবং দ্রুত সময়ের মধ্যে এটি বন্ধের’ ব্যাপারে একমত পোষণ করেন বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস নিউজ।

• প্রতিশোধের ‘কঠোর বার্তা’ খামেনির

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন।

প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখনই হয়েছিল। সেই সময় ইরানের পক্ষ থেকে কোনও ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়ার আলামত ছিল না।

• যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পরিণতি কঠোর হবে : খামেনি

ইরান-ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইরানে হামলার ব্যাপারে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে এর পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তিনি। সেখানে মার্কিনিদের সতর্ক করে খামেনি বলেন, “আমেরিকানদের জানা উচিত, যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।”

• ইরান আত্মসমর্পণ করবে না, বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘‘যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘‘এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন, ‘‘যারা বুদ্ধিমান এবং ইরান, ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনও হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনও হুমকির কাছে মাথানত করে না।’’

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আমেরিকানদের জানা উচিত, যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।”

• ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে

দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুণ্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বুধবার (১৮ জুন) ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে বলেন, “নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুণ্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার।” এর আগে গতকাল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

• তৃতীয়পক্ষ হামলায় অংশ নিলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে : ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ।

বুধবার আল জাজিরাকে দেওয়া এই সাক্ষাৎকারের মূল কিছু বক্তব্য নিচে তুলে ধরা হলো।

• কোনও তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে, সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে। আর সেটি কেবল এই অঞ্চল নয়; বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে।

• ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর ওপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না।

• মাটির ২৬২ ফুট নিচে ইরানের পারমাণবিক স্থাপনা, ধ্বংস করা বেশ কঠিন

জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ‘ধ্বংস করা কঠিন’। সংবাদমাধ্যম বিবিসি রেডিও ফাইভের সাথে এক সাক্ষাৎকারে এ পরমাণু বিজ্ঞানী জানান, ইসরায়েল হয়ত হামলা চালিয়ে ফর্দো পরমাণু কেন্দ্রটি দীর্ঘ সময়ের জন্য অকেজো করে রাখতে পারে। তবে তারা এটি পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তাদের সেই সক্ষমতা নেই। এই কেন্দ্রটি ধ্বংস করতে লাগবে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা। যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে। তিনি বলেন, "এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।"

•মার্কিন ঘাঁটি থেকে ইউরোপের দিকে উড়ে গেছে ৩০টি যুদ্ধবিমান

গত তিন দিনে যুক্তরাষ্ট্রের থেকে ইউরোপের কয়েকটি মার্কিন ঘাঁটির উদ্দেশে উড়ে গেছে অন্তত ৩০টি যুদ্ধবিমান। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার ২৪ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, কেসি-১৩৫ নামের এই বিমানগুলো নামে যুদ্ধবিমান হলেও সাধাররণত এগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয় না। এগুলো মূলত ট্যাংকার বিমান; অর্থাৎ অপারেশনে ব্যবহৃত যুদ্ধ ও বোমাবাহী বিমানগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা কেসি-১৩৫ বিমানগুলোর কাজ।

• কিছুক্ষণের মধ্যে টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় আর কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী কয়েক মিনিটের মধ্যেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ভাষণ দেবেন। সেখানে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে কথা বলবেন তিনি।

এর আগে, গত শুক্রবার ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। সেদিনই শেষ বারের মতো ইরানের সর্বোচ্চ নেতাকে জনসম্মুখে দেখা গিয়েছিল।

• তেহরানের কাছে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের রাজধানী তেহরানের কাছে দখলদার ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে দখলদারদের আরও চারটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। নতুন করে আরেকটি যুদ্ধবিমানের পাশপাশি বুধবার (১৮ জুন) ইসরায়েলিদের আরও ১৪টি ড্রোনও ধ্বংসের তথ্য জানিয়েছে ইরান।

• হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে দাঁতভাঙা জবাব দেবে ইরান

ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তেহরান ‘কঠোর জবাব’ দেবে বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। আলি বাহরেইনি বলেছেন, ‘‘আমরা ইসরায়েলের কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রকে সহানুভূতিশীল কিংবা জড়িত বলে মনে করছি।’’

তিনি বলেন, ‘‘আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি, আমাদের সামরিক বাহিনী উপযুক্ত, সমানুপাতিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। আমরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি...। যখনই প্রয়োজন হবে, আমরা প্রতিক্রিয়া দেখাব।’’

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি কোনও পদক্ষেপ নেয়নি। বরং তারা এই সংঘাতে পরোক্ষভাবে যেমন—ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। তবে দুই দেশের চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অন্তত তিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মধ্যপ্রাচ্যে অন্যান্য কিছু যুদ্ধবিমানের মোতায়েনও বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র।

• ইসরায়েলের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে

দখলদার ইসরায়েলের ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। অ্যারোর সক্ষমতা আসায় ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে বেগ পেতে হবে দখলদারদের।

• পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদি-ট্রাম্পের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে টেলিফোনে আলোচনা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের মাঝে এই ফোনালাপ হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের আলোচনার সময়ে ইরান-ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে দুই নেতার প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে।

এদিকে, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের। সেই বৈঠকের আগেই ভারত ও যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে।

• এই প্রথম সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

এই প্রথমবারের মতো সফলভাবে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ১৬ মিনিটে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ভূপাতিত করেছি ইরানের সেনাবাহিনী।

ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের। এই সিরিজের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে একটি। ইসরায়েলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেমস হার্মিস ৯০০ সিরিজের ড্রোনগুলো তৈরি করে।

• পাকিস্তানের সেনাপ্রধানকে বৈঠক-মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প

ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে হবে এ বৈঠক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প।

• মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

• ইরান কখনোই আপস করবে না : খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কখনও আপস করবে না বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের জায়নবাদী শাসকগোষ্ঠীকে কোনো দয়া দেখানো হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, “আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেবো। ইরান কখনোই আপস করবে না। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

বেইজিং ইরান থেকে চীনা নাগরিকদের প্রথম দলকে সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে চায়না নিউজ সার্ভিস। চীনের রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার তেহরান থেকে স্থলপথে তুর্কমেনিস্তানে চীনা নাগরিকরা রওনা হয়েছেন।

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে’, দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশসীমার প্রসঙ্গে একই দাবি করেছে।

মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু’দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, “আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।”

জেরুজালেমে মার্কিন দূতাবাস ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সব মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যা করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন ডন-এর পরিচালক ও আইনজীবী সারাহ লিয়া উইটসন জানিয়েছেন।

এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন তাতে করে সংঘাত আরও বিস্তার লাভের ঝুঁকি বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প এর আগে দাবি করেন, “আমরা জানি খামেনি কোথায় আছেন। তিনি খুব সহজ টার্গেট।”

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, পাল্টা হামলা তেহরানেও

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেলআবিব অঞ্চলে আঘাত হেনেছে। ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এতে ২০টি গাড়ি পুড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলও তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৮ জুন) আল জাজিরা জানিয়েছে, ইরানের নতুন আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবসহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে।

‘যুদ্ধ শুরু হলো’— ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তায় লিখেছেন— “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”

‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

সামরিক উপায়ে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মঙ্গলবার কানাডার কানানাসকিসে জি–৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, “আমার মতে, এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা। কারণ এতে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে।”

ইরানের হুঁশিয়ারিতে উদ্বিগ্ন হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করার জন্য নাগরিকদের হুঁশিয়ার করে দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দেওয়া এই সতর্কবার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

এমনটাই জানিয়েছেন মার্ক জুকার বার্গের এই সংস্থাটির মুখপাত্র। এমনকি ব্যবহারকারীদের লোকেশন হোয়াটসঅ্যাপ ট্র্যাক করে না এবং বার্তাও তারা পড়ে না বলে জানিয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড বলছে, এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি “বিবেচনায় রয়েছে”, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি : এরদোয়ান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্সির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ফোনালাপে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, “নেতানিয়াহু আবারও প্রমাণ করেছেন, তিনি এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।”

‘শনাক্ত করা যায় না’ এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের

ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ‘শনাক্ত করা যায় না’। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, “আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়।”

প্রতীকী ছবি

তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে।

ইরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের এ হামলায় বাড়িটি মারাত্মকভাবে ধ্বংস হলেও, সৌভাগ্যক্রমে ওই কর্মকর্তা বাসায় না থাকায় কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বাসার বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত।

তিনি বিবিসি বাংলাকে জানান, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।’

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ট্রাম্প ‘আরও পদক্ষেপ নিতে পারেন’

ইরানের পরমাণু কর্মসূচি অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আরও ব্যবস্থা নিতে পারেন”। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরান বেসামরিক কাজে ব্যবহারের চেয়ে বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৭ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।

নিঃশর্ত আত্মসমর্পণ : ট্রাম্প

টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে।

সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করা হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)

• ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে : ট্রাম্প

ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি।

ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‘‘বর্তমানে ইরানের আকাশের ওপর আমাদের সম্পূর্ণ এবং নিখুঁত নিয়ন্ত্রণ রয়েছে।’’ তিনি বলেন, ‘‘ইরানের ভালো মানের আকাশ পর্যবেক্ষণ যন্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। এসবের সংখ্যাও কম ছিল না। কিন্তু সেগুলো আমেরিকার তৈরি, পরিকল্পিত ও নির্মিত প্রযুক্তির ধারে-কাছেও নয়। এই কাজ আমেরিকার মতো আর কেউ ভালোভাবে করতে পারে না।’’

• তেহরান-তেল আবিবে ফের পাল্টাপাল্টি হামলা

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানের রাজধানী তেল আবিবেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরান কিছুক্ষণ আগে তেল আবিব ও অন্যান্য অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

• ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতা করতে চায় রাশিয়া

ইরান ও ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত আছে। তবে ইসরায়েল বাইরের মধ্যস্থতায় আগ্রহী নয়। মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই তথ্য জানিয়েছেন।

পেশকভ বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত আছে রাশিয়া। কিন্তু ইসরায়েল বাইরের কোনও মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না। গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল।

তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করাই এই হামলার লক্ষ্য বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। এর জবাবে ইসরায়েলের সামরিক ও সরকারি বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

• ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে ‌‌‘হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায়’ চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন। গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান-ইসরায়েল ইস্যুতে শি জিনপিং প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন।

ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন। শি জিনপিং বলেছেন, চীন এমন যেকোনও ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে; যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে।

• ইরানের পারমাণবিক স্থাপনায় ‘পরিবর্তনের’ লক্ষণ দেখছে আইএইএ

ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে ‌‘সরাসরি প্রভাব’ পড়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনও পরিবর্তন তাদের নজরে আসেনি।

দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাজেন্সি (আইএইএ) বলছে, তারা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখেছে। শুক্রবার ইসরায়েলের হামলার পর এসব ছবি সংগ্রহ করা হয়।

• তেহরানে শক্তিশালী জোড়া বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শক্তিশালী জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

• ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। একই সঙ্গে চলমান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠক শেষ হওয়ার একদিন আগেই আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প।

তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‌‌যুক্তরাষ্ট্র একটি সত্যিকার সমাপ্তি চায়। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি। মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত।

• ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে : কাতার

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনা কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় কড়া নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার অবিলম্বে সহিংসতার পথ পরিহারের করার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে ‌‌‘‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’’ হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলি এই হামলার ‘‘ভয়াবহ পরিণতি’’ হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি।

• আমিরাত উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

ইরান-ইসরায়েলের চলমান হামলা-পাল্টা হামলার মাঝে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। আমিরাতের কাছে ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধেরে গেছে।

পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও একটি শিপিং কোম্পানি। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় আমিরাতের উপকূলে দুই ট্যাংকারের সংঘর্ষ ঘটলেও সেটি নিরাপত্তাজনিত কোনও ঘটনা নয়।

• মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরান বলেছে, দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

• ইরানের নতুন শীর্ষ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ট এবং দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মেজর জেনারেল আলী শাদমানি ইরানের সামরিক বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার খতম-আল আনবিয়া-এর প্রধান ছিলেন।

গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েলের বিমানবাহিনী রাজধানী তেহরানসহ ইরানের ৮ শহরে বোমা বর্ষণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে নিহত হন খতম-আল আলবিয়া-এর শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ নিহত হন। তিনি নিয়ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৩ জুন সন্ধ্যায় মেজর জেনারেল শাদমানিকে খতম আল আনবিয়া-এর শীর্ষ কমান্ডার ও নির্বাহী হিসেবে নিয়োগ দেন খামেনি।

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দুঃসংবাদ দিলো মার্কিন দূতাবাস

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দুঃসংবাদ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব নাগরিক ইসরায়েলে বসবাস করছেন, তাদেরকে আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

“ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন এমন অবস্থায় নেই যে এখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা ইসরায়েল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যেতে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে। সেই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত তারা যেন বম্ব শেল্টার কেন্দ্রগুলো থেকে বাইরে না বের হন”, বলা হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে।

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে উঠছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসরায়েলের হামলা ‘কাপুরুষোচিত’ : ইরানের মন্ত্রী

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি-এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে ভর্ৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোনঠাসা হয়ে পড়ছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার ইরানের অপর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমাদের জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যমে হামলার মাধ্যমে ইসরায়েলের বেপরোয়া মনোভাব আরও একবার প্রকাশিত হয়েছে। মাঠে তারা কোনঠাসা অবস্থায় আছে এবং এ কারণেই তারা মরিয়া হয়ে সংবাদমাধ্যম ভবনের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।”

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিসর, আলজেলিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী গার্ড এরআগে ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল।

তবে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেলআবিব, মধ্য ইসরায়েল, সঙ্গে আশোদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।

হোয়াইট হাউজে আকস্মিক নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন ট্রাম্প

হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।

এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতিমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।

তেহরানে একাধিক বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাত ও মঙ্গলবার মধ্যরাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফা মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এর কিছুক্ষণ পরই দেশটির রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে ইসরায়েলিরা হামলা চালাচ্ছে। বার্তাসংস্থা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ সক্রিয় করা হয়েছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজও একই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পূর্ব পাশে। মধ্য ইরানের নানতাজেও আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়েছে। সেখানে দেশটির অন্যতম বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। গত শুক্রবার ইরান এখানে হামলা চালিয়েছিল। নানতাজে মাটির অনেক গভীরে পরমাণু কেন্দ্রটি অবস্থিত। শক্তিশালী বোমা যেন ক্ষতি করতে না পারে সেভাবে এটি বানানো হয়েছে।

ট্রাম্পের ‘অস্বাভাবিক’ বিবৃতি, জরুরিভিত্তিতে তেহরান খালি করতে বললেন তিনি

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেয়ে শহরটি খালি করতে বলেছেন তিনি। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। এই বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেছেন, “ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধাণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।” এদিকে ধারণা করা হচ্ছে ইরানিদের সঙ্গে মনস্তাত্বিক লড়াইয়ের অংশ হিসেবে ট্রাম্প এমন বিবৃতি দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি, সর্বশেষ মিসাইল হামলা নিয়ে যা জানা যাচ্ছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ৪টার দিকে মিসাইল হামলা চালায় ইরান। তবে আজ ইরানি হামলার খবর প্রকাশ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে খুব বেশি খবর সামনে আসছে না। ইসরায়েলি পুলিশ হাইফার একটি হোটেল থেকে একটি বিদেশি সংবাদমাধ্যমের কয়েকজন ক্রু ও তাদের সরঞ্জার জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, তারা হাইফার হামলার সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরান সর্বশেষ হামলায় দুটি মিসাইল নিক্ষেপ করেছে। যারমধ্যে একটি দক্ষিণাঞ্চলের খালি জায়গায় পড়েছে।

মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। গতকাল সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান। তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, “পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

নতুন করে হামলা, ইসরায়েলে ধেয়ে যাচ্ছে ইরানের মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করেছে ইরান। মিসাইলের সঙ্গে এবার ড্রোনও ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত্ব টিভি। আর নতুন হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও বন্দরনগরী হাইফাকে।

খামেনিকে হত্যার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে। খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে।”

নতুন ‘সুইসাইড ড্রোন’ উন্মোচন করল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে। সোমবার (১৬ জুন) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম।

ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দখলদার ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলার প্রস্তুতি চলছে ইরানে। সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টিভি। তারা বলেছে, এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি সবচেয়ে বড় ও তীব্র হবে।

তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর চায় ইরান

তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার প্রভাব ব্যবহারের অনুরোধ জানিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তেহরান এই আহ্বান জানিয়েছে। সোমবার ইরানের অন্তত দুটি ও আঞ্চলিক তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরতি চেয়ে ওই তিন দেশের কাছে ইরানের দ্বারস্থ হওয়ার তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, পারমাণবিক আলোচনায় নমনীয়তার শর্ত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার প্রভাব ব্যবহার করে ইসরায়েলকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি করানোর অনুরোধ জানিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের তিন দেশ কাতার, সৌদি আরব ও ওমানকে ট্রাম্পের ওপর এই বিষয়ে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটি।

ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) রাতে মিসাইল ছুড়ে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এখন এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করা হবে।

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরী ইউএসএস নিমিৎজ

বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী ও যুদ্ধবিমানবাহী জাহাজ হিসেবে পরিচিত মার্কিন এয়ারক্র্যাফট ক্যারিয়ার রণতরি ইউএসএস নিমিৎজ বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

মেরিন ট্রাফিকের বিবৃতিতে বলা হয়েছে, আজ সোমবার দক্ষিণ চীন সাগরে যাত্রাপথ পরিবর্তন করে পশ্চিম দিকে রওনা দেয় ইউএসএস নিমিৎজ। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে এই রণতরী মালাক্কা প্রণালীতে অবস্থান করছিল। বর্তমানে মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে রয়েছে ইউএসএস নিমিৎজ।

লোহিত সাগর, আরব সাগর এবং পারস্য উপসাগর— মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান তিনটি সাগর-উপসাগর ভারত মহাসাগরের কাছাকাছি। সাগরপথে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যেতে হলে ভারত মহাসাগরের হয়েই যেতে হয়।

• ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমে বোমা হামলা ইসরায়েলের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম ব্যাহত হলেও পরবর্তীতে তা ফের শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলার এই ঘটনা ঘটেছে। হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন কাৎজ।

• তেহরানজুড়ে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আবারও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে তেহরানে নতুন করে বিস্ফোরণের এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া রাজধানী পূর্বাঞ্চলেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির অন্যান্য সংবাদমাধ্যম খবর দিয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তেহরানে সরকারি ও সামরিক স্থাপনার আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি সামরিক বাহিনীর এই আহ্বানের পরপরই তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণে কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

• এ পর্যন্ত কত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জানাল ইসরায়েল

ইসরায়েলকে লক্ষ্য করে গত চার দিনে অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫৯২ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কা জনক। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

• তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

ইসরায়েলের বিমানবাহিনী তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলের তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এই দাবি করেছেন তিনি।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যাঞ্চলীয় তেল নোফ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ইসরায়েলের বিমানবাহিনী ‌‌‌‘তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে।’’

• বিদেশে কীভাবে কাজ করে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক?

বিশ্বের বিভিন্ন দেশে নানা সময়ে নিশানা করে চালানো একাধিক হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতার গল্প। তাদের এসব অভিযানকে গোয়েন্দা উপন্যাসের সঙ্গেও তুলনা করেন কেউ কেউ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই ইরানে কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এ ধরনের হামলা ঘটনা এটিই প্রথম নয়।

• ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছেন।

• তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার কোনও ইচ্ছা নেই: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনও ক্ষতি করার ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেছেন তিনি।

যদিও এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরায়েলিদের ওপর ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের ‌‌‘‘মূল্য দিতে হবে।’’

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্সে দেওয়া পোস্টে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করার কোনও ইচ্ছা আমাদের নেই।’’

ইসরায়েল কাৎজ বলেন, ‘‘তারা (তেহরানের বাসিন্দারা) একনায়কতন্ত্রের খেসারত দিতে বাধ্য হবে। যেখানে ইরানি শাসকগোষ্ঠীর সামরিক ও নিরাপত্তা কাঠামোতে আঘাত হানা আমাদের জন্য জরুরি হবে, সেসব এলাকা থেকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া লাগতে পারে। তিনি বলেন, ‘‘আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষার কাজ চালিয়ে যাবো।’’

• ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহের শেষ দিকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এসব লঞ্চার ধ্বংস করা হয়েছে; যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এফি ডেফরিনের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডেফরিন বলেছেন, কেবল রোববার রাতেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ধ্বংস করা না হলে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য কয়েক মিনিটের মধ্যেই এসব লঞ্চার ব্যবহার করা হতো।

তিনি বলেন, ইসরায়েল প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান শহরের অন্তত ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কারখানা, লঞ্চার এবং কমান্ড সেন্টার রয়েছে।

• দক্ষিণ চীন সাগর থেকে রওনা দিয়েছে মার্কিন রণতরী

ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান ব্যাপক সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগরে নির্ধারিত গন্তব্য বাতিল করে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়েছে যুদ্ধজাহাজ বহনকারী রণতরী ইউএসএস নিমৎজ। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

• ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধানসহ চার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইডিএফ বলেছে, যুদ্ধবিমান থেকে চালানো ওই হামলায় তেহরানের একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়। সেখানে একাধিক ইরানি গোয়েন্দা কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। ওই হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, গোয়েন্দা কর্মকর্তা হাসান মোহাকিক, কুদস ফোর্সের গোয়েন্দা প্রধান ও আরেক গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে, রোববার ইরানের সরকার কাজেমি, মোহাকিক ও অপর এক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আইডিএফ বলেছে, ‘‘এই শীর্ষ কর্মকর্তারা ইরানে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ইসরায়েল, পশ্চিমা দেশসমূহ ও এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’’