দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।

এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতিমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।

এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ বড় হামলা চালাতে পারে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড। তারা ইতিমধ্যে এ ধরনের সতর্কতা দিয়ে রেখেছে। এরমধ্যেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি।

সূত্র: সিএনএন

এমটিআই