পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতরিক্ষা বাহিনী (আইডিএফ); তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।
বিজ্ঞাপন
ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন— তা এখনও জানা যায়নি।
— Anadolu English (@anadoluagency) June 16, 2025
প্রসঙ্গত, তেহরানের বাসিন্দাদের কাছে পূর্ব তেহরান ‘ডিস্ট্রিক্ট থ্রি’ নামে পরিচিত। ডিস্ট্রিক্ট থ্রি-এর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের পাশাপাশি ইরানের সরকারি কর্মকর্তা, মন্ত্রী এমনকি বিদেশের বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তারা থাকেন। অনেক দেশের দূতাবাস দপ্তরও ডিস্ট্রিক্ট থ্রি-তে অবস্থিত।
বিজ্ঞাপন
সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের উদ্দেশে এক ঘোষণাবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সামরিক অভিযানের ধারাবাহিকতা মেনে আগামী আর কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব তেহরানে ইরানের বর্তমান সরকারের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করা হবে। তাই এই এলাকায় আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে খুবই ঝুঁকিপূর্ণ।”
গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।
হামলার চার দিন অতিক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ।
এদিক্ আইডিএফের এই সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সমস্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ