ইরানের পরমাণু কর্মসূচি অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আরও ব্যবস্থা নিতে পারেন”। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরান বেসামরিক কাজে ব্যবহারের চেয়ে বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৭ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভ্যান্স বলেন, “এই বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তে জনগণের আস্থা থাকা উচিত। তিনি প্রমাণ করেছেন যে, এই ইস্যুতে তিনি বিচক্ষণতা ও সংযমের সঙ্গে কাজ করছেন।”

ভ্যান্স — যিনি নিজে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং সামরিক হস্তক্ষেপের বিরোধী হিসেবে পরিচিত — আরও বলেন, “আমাদের সেনাবাহিনীকে তিনি শুধুই দেশের নাগরিক ও সেনাদের নিরাপত্তায় নিয়োজিত রেখেছেন। তিনি এখনো সরাসরি কোনো বড় সামরিক পদক্ষেপে যাননি। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাতে তিনি ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নিতে পারেন।”

তিনি বলেন, “এই সিদ্ধান্ত পুরোপুরি প্রেসিডেন্টের এখতিয়ার। আর গত ২৫ বছরের ভুলভাল বিদেশনীতি দেখার পর মানুষ বিদেশে যুক্ত হওয়ার ব্যাপারে উদ্বিগ্ন—এটা একেবারে যৌক্তিক।”

অন্যদিকে বিবিসি বলছে, ইরান বেসামরিক কাজে ব্যবহারের চেয়ে বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স বলেছেন। তিনি ট্রাম্পের প্র্রশংসা করে বলেছেন, অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা ইরান যেভাবে লঙ্ঘন করেছে তার পক্ষে একটিও যুক্তি নেই।

ভ্যান্স দাবি করেছেন, ট্রাম্প আমেরিকার সামরিক বাহিনীকে শুধু আমেরিকান জনগণের লক্ষ্য অর্জনেই ব্যবহার করতে আগ্রহী।

টিএম