সৌদি আরকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জহিরুল ইসলাম। এক নারীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গেজেট।

বার্তাসংস্থাটি বলছে, সৌদি আরবের আল-বাহা অঞ্চলে নারীকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম জহিরুল ইসলাম, যিনি ওই অঞ্চলে বসবাস করছিলেন।

সৌদি গেজেট বলছে, আল-বাহা অঞ্চলের নিরাপত্তা টহল দল সেখানকার কমিউনিটি নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ বিভাগের সাধারণ বিভাগের সাথে সমন্বয় করে বাংলাদেশি নাগরিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত জহিরুল ইসলামকে পাবলিক প্রসিকিউশনের (সরকারি কৌঁসুলি দপ্তর) কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএম