ইসরায়েলকে সমর্থন করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি বলেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে, তার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”
বিজ্ঞাপন
তিনি জানান, ট্রাম্পের সঙ্গে নিয়মিত তার কথা হচ্ছে এবং গত রাতেও তাদের মধ্যে ‘অত্যন্ত উষ্ণ’ আলাপ হয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, “আমরা এখন আয়াতুল্লাহদের শাসনব্যবস্থাকে কঠিনভাবে আঘাত করছি— তাদের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র এবং ‘ক্ষমতার প্রতীকগুলো’ লক্ষ্য করে। এই সময় যুক্তরাষ্ট্রের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
তবে ট্রাম্প এখনো যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে কি না— সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি এর আগে বলেছেন, “আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।”
আরও পড়ুন
নেতানিয়াহুর বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প একদিকে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়ে গেলেও এখনো যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে যুক্ত হবে কি না— সে বিষয়ে দ্বিধান্বিত অবস্থান বজায় রেখেছেন।
তবে তার সাম্প্রতিক বক্তব্য ও ইঙ্গিতে ইরানকে ঘিরে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।
টিএম