ইরানে সরকার পতন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’: নেতানিয়াহু
ফাইল ছবি
ইরানে সরকার পরিবর্তন বা সরকার পতন ইসরায়েলের আনুষ্ঠানিক বা ঘোষিত কোনও লক্ষ্য নয়। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তার দাবি, এটা ইরানের নাগরিকদের বিষয়। বৃহস্পতিবার (১৯ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইরানি সরকারের পরিবর্তন বা পতন মূলত ইরানবাসীর বিষয়। এর কোনও বিকল্প নেই।”
তবে নেতানিয়াহু স্বীকার করেন, “ইসরায়েলের আক্রমণের ফলে যদি সরকার পরিবর্তন ঘটে, তাহলে সেটি হতে পারে এক ধরনের পরিণতি। কিন্তু এটিকে আমরা আমাদের প্রকাশ্য বা আনুষ্ঠানিক লক্ষ্য হিসেবে ঘোষণা করিনি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
মূলত নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত চলছে। ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে ইরানি সরকার পতনের প্রসঙ্গ আন্তর্জাতিক মহলে আলোচিত হলেও ইসরায়েলি সরকার প্রকাশ্যে তা অস্বীকার করছে।
টিএম