‘ইরানের পর পাকিস্তান’— হুমকি সাবেক ইসরায়েলি মন্ত্রীর
ফাইল ছবি
ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। এমন অবস্থার মধ্যেই পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী।
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তিনি। ইসরায়েলের সাবেক ওই মন্ত্রীর নাম মেইর মাসরি। তিনি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
— Meir Masri | (@MeirMasri) June 18, 2025
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন।
বিজ্ঞাপন
সেখানে তিনি লেখেন: “ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি”। তিনি আরও লেখেন: “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।”
— Meir Masri | (@MeirMasri) June 15, 2025
যদিও মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।
— Pakistan Strategic Forum (@ForumStrategic) June 19, 2025
এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে।
— Usman Ghani (@THistorians) June 18, 2025
আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও, তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ করে কড়া বার্তা দেন।
তিনি বলেন, “আমাদের বার্তা খুবই পরিষ্কার— ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়”। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।
আরও পড়ুন
সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবেও দাবি করা হচ্ছিল, পাকিস্তান ইরানের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে।
টিএম