ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি/

পরমাণু প্রকল্প কিংবা শান্তি সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আর আস্থা রাখতে পারছে না ইরান। কারণ তেহরানের সন্দেহ— ইসরায়েল যা করছে, তার সামনে একটি ‘ঢাল’ তৈরির জন্যই ইরানকে শান্তি সংলাপে ডাকছে যুক্তরাষ্ট্র।

ইরানের এই অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, “আমাদের সন্দেহ হচ্ছে যে ইসরায়েল যা করছে, তাকে আড়াল দেওয়া বা তার সমানে একটি ঢাল তৈরি করাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। এ কারণেই তারা আমাদের সংলাপে আসার আহ্বান জানাচ্ছে।”

“আমরা জানি না যে এর পরও কীভাবে যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করব।”

শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হয়েছে মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলমিক কান্ট্রিজ কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলন। সদস্যরাষ্ট্র ইরানের প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আব্বাস আরাঘচি। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইসরায়েলের হামলা এবং সেই হামলাকে বৈধতা দিতে এ পর্যন্ত ওয়াশিংটন যা যা করেছে, সেসবকে ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ বলেও উল্লেখ করেছেন আরাঘচি।

তবে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস নড়বড়ে হয়ে গেলেও বিশ্ববিবেকের ওপর আস্থা এখনও ইরান হারায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি আজ ওআইসি সম্মেলনে এসেছি ইরানের সাধারণ নিরপরাধ জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে। আমি প্রতিটি বৈশ্বিক ফোরামে ইরানের জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।”

সূত্র : সিএনএন

এসএমডব্লিউ