ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ-বিমানে হামলার হুমকি ইরানের
কোনো দেশ যদি জাহাজ অথবা বিমানে করে দখলদার ইসরায়েলে সামরিক পণ্য পাঠায় তাহলে সেগুলোতে হামলা চালানো হবে হুমকি দিয়েছে ইরান।
দেশটির সশস্ত্র বাহিনীর সদরদপ্তরের এক মুখপাত্র শনিবার (২১ জুন) এ হুমকি দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা তাসনিম নিউজ।
বিজ্ঞাপন
ওই মুখপাত্র জানিয়েছেন, দখলদার ইসরায়েল তাদের রাডার ও প্রতিরক্ষা সরঞ্জামের বিরাট একটি অংশ হারিয়েছে। ইসরায়েল এসব অস্ত্র ও সরঞ্জামের অভাবে ভুগছে। এখন তারা অন্যান্য দেশের কাছ থেকে এগুলো পাওয়ার চেষ্টা করছে।
ওই মুখপাত্র হুমকি দিয়ে বলেন, “আমরা স্পষ্টভাবে সতর্কতা দিচ্ছি, ইহুদিবাদী সরকারের কাছে যদি কোনো দেশর রাডার এবং সামরিক পণ্য জাহাজ অথবা বিমানে করে পাঠায় তাহলে আমরা ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনে তাদের জড়িত হওয়া হিসেবে বিবেচনা করব। আমাদের সশস্ত্র বাহিনী এগুলো বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে।”
বিজ্ঞাপন
সূত্র: তাসনিম নিউজ
এমটিআই