ইরানের সরকার পরিবর্তন ইস্যুতে আগের অবস্থান থেকে সরলেন ট্রাম্প
ইরানের সরকার পরিবর্তন নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, ইরানের সরকার পরিবর্তন তার লক্ষ্য নয়; এমন ঘটলে ‘বিশৃঙ্খলা’ হবে এবং তা তার কাম্য নয়।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরে গিয়েছেন ট্রাম্প। যাত্রাপথে বিমানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। সে সময় ইরানের সরকার পরিবর্তন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যদি এমনি এমনিই এমন ঘটে…তাহলে তো কিছু করার নেই, কিন্তু আমি এটা চাই না। কারণ সরকার পরিবর্তন মানেই বিশৃঙ্খলা এবং আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা চাই সবকিছু যেন যত শিগগির সম্ভব শান্ত হয়ে আসে।”
বিজ্ঞাপন
ইরানের জনগণের উচ্ছ্বসিত প্রশংসাও এ সময় করেছেন ট্রাম্প। সাংবাদিকদের এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আপনারা জানেন, ইরানের জনগণ খুবই ভালো ব্যবসায়ী এবং কর্মঠ। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তাদের আরও ভালো থাকা উচিত, দেশকে নতুন করে পুনর্গঠন করা এবং ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তারা কোনো দিনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, কিন্তু তার মানে এই নয় যে তারা ভালো থাকতে পারবে না।”
উল্লেখ্য, দু’দিন আগে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ইস্যুতে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার সঙ্গে তার মঙ্গলবারের বক্তব্য পুরো বিপরীত। রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের সরকার পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
বিজ্ঞাপন
ট্রুথ সোশ্যালে তিনি বলেছিলেন, “‘সরকার পরিবর্তন’ কথাটি রাজনৈতিক ভাবে সঠিক নয়; কিন্তু ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী যদি দেশটিকে আরও একবার মহান করতে ব্যর্থ হয়— তাহলে কেন সরকার পরিবর্তন হবে না? মেইক ইরান গ্রেট এগেইন!!!”
সূত্র : সিএনএন
এসএমডব্লিউ