দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখলেন শুভাংশু শুক্লা
মহাকাশ গবেষণায় ৪১ বছর পর নতুন ইতিহাস সৃষ্টি করল ভারত। সম্প্রতি মহাকাশে পাড়ি দিলেন একজন ভারতীয়। তার নাম শুভাংশু শুক্লা। তিনি মহাকাশে যাত্রা করা দেশটির দ্বিতীয় ব্যক্তি।
এর আগে ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। সেই হিসাবে শুক্লা দ্বিতীয় ব্যক্তি বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিনিউজ বাংলা।
বিজ্ঞাপন
গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে ফ্যালকন ৯ রকেটে করে তিনি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এবং ভারতের ইসরোর যৌথ উদ্যোগে এই মিশনে পরিচালিত হয়।
বিজ্ঞাপন
শুভাংশু শুক্লা ভারতের বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। তার এই মহাকাশ মিশন ১৪ দিনের। নাসা ও ইসরো মিশনের সম্পূর্ণ ব্যয় বহন করলেও শুভাংশু কোনো বিশেষ বা ব্যক্তিগত পারিশ্রমিক পাচ্ছেন না।
জানা গেছে, চলমান এই মিশনের জন্য নাসা ও ইসরো যৌথভাবে প্রায় ৫৪৮ কোটি টাকা খরচ করছে। এর মধ্যে রয়েছে মহাকাশ প্রশিক্ষণ, উৎক্ষেপণ ব্যবস্থা এবং শুভাংশু শুক্লার গবেষণার খরচও রয়েছে।
এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা শুধু তার ব্যক্তিগত সাফল্যই অর্জন করছেন না, বরং ভারতের নাম আন্তর্জাতিক মহাকাশ গবেষণার মানচিত্রে আরও উজ্জ্বল করছেন। তার এই অভিযানের মধ্য দিয়ে ভবিষ্যতে ভারতের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমএ