ভারতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়ি একসঙ্গে বিকল
অদ্ভূত এক বিড়ম্বনায় পড়তে হয়েছে ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে। গতকাল রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তার কনভয়ের ১৯টি গাড়ি একসঙ্গে বিকল হয়ে যায়। প্রাথমিকভাবে এ ঘটনার জন্য, গাড়িগুলোর জ্বালানি হিসেবে ব্যবহৃত ডিজেলে পানি মেশানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর দ্রুত অন্য গাড়িতে করে মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পরে নষ্ট হয়ে যাওয়া গাড়িগুলোর চালক পরীক্ষা করে ধারণা করেন যে, ডিজেলে হয়তো পানি মেশানো হয়েছিল।
বিজ্ঞাপন
শুভম বর্মা নামে একজন চালক জানান, প্রথমে দুই একটি গাড়িতে সমস্যা দেখা দেয়, এরপর সব গাড়ি খারাপ হয়ে যায়।
তিনি বলেন, একটি পেট্রল পাম্প থেকে সব কয়টা গাড়িতে তেল নেওয়া হয়েছিল। কিন্তু তেলে পানি মেশানো ছিল। আমরা পাম্প কর্মীদের জিজ্ঞাসা করলে তারা প্রথমে অস্বীকার করে। কিন্তু পরে স্থানীয় এক ব্যক্তি ওই পাম্প থেকে বোতলে ডিজেল কিনে দেখতে পান যে সেখানে পানি মেশানো হয়েছে।
বিজ্ঞাপন
এই ঘটনার পর সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই পেট্রল পাম্প থেকে ডিজেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। তাতে পানি মেশানোর প্রমাণ মেলে।
আনন্দ গোলে নামে এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কতটা পানি মেশানো হয়েছে তা স্পষ্ট নয়। পাম্পের ডিজেলের ডিপো পরীক্ষা করা হচ্ছে এবং পরে রিপোর্ট দেওয়া হবে। আপাতত ওই পেট্রল পাম্পটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। সূত্র : আনন্দবাজার।
এআইএস