দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এক জিম্মির মা।

তিনি হামাসের সঙ্গে চুক্তি করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

মাতান জানগুয়াকের নামে ওই জিম্মির মা বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলেছেন আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, তার অর্থ এ মুহূর্তে চুক্তির একটি প্রস্তাব রয়েছে। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানানোয় চুক্তিটি হচ্ছে না।”

তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি এখনই জিম্মিদের মুক্তি না করা হয় তাহলে তারা হয়ত জিম্মিদশায় মারা যাবে।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়। এরপর দুই বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে ৫৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। তা সত্ত্বেও এখনো তারা যুদ্ধ বন্ধ করছে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই