গাড়ি কিনে আর যাওয়া লাগেনি কারখানায়। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার একটি গাড়ি নিজেই চলে গেছে নতুন মালিকের বাড়িতে। সম্প্রতি টেসলা তাদের ইতিহাসে প্রথমবারের মতো চালক ছাড়া গাড়ি ডেলিভারি করেছে।

ওয়াই মডেলের গাড়িটি টেসলার টেক্সাসের অস্টিনের কারখানা থেকে ৩০ মিনিট দূরের পথ পাড়ি দিয়ে মালিকের কাছে পৌঁছে যায়।

গাড়িটি ডেলিভারি দেওয়ার ৩ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে টেসলা। এতে দেখা যাচ্ছে, মহাসড়ক, জংশন দিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে নিজে নিজে এগিয়ে যাচ্ছে গাড়িটি। এ সময় সবকিছু নিজেই করছিল এটি।

টেসলার অটোপাইলট ও এআইয়ের প্রধান অশোক এলুস্বামী নিশ্চিত করেছেন, নতুন মালিকের কাছে যাওয়ার সময় গাড়িটির সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, “গাড়িতে কোনো চালক ছিল না এবং কন্ট্রোলে কোনো রিমোট অপারেটরও ছিল না। সম্পূর্ণ নিজে চলেছে এটি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, মহাসড়ক দিয়ে এটিই বিশ্বের প্রথম চালকবিহীন গাড়ি ডেলিভারি।”

এমটিআই